Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » আল জাজিরার কণ্ঠরোধে মরিয়া স্বাধীন গণমাধ্যমের সবক দেয়া যুক্তরাষ্ট্র




নিজের দেশে কী হচ্ছে তা চোখে না পড়লেও; গণতন্ত্র, মানবাধিকার বা স্বাধীন গণমাধ্যমের মতো বিষয় নিয়ে বিভিন্ন দেশকে প্রায়ই সবক দিতে দেখা যায় যুক্তরাষ্ট্রকে। গণমাধ্যমের স্বাধীনতার প্রশ্নে এবার যেন চোখ পুরোপুরি উল্টে ফেললো দেশটি। ইসরাইল-হামাস সংঘাত নিয়ে খবর প্রচারের ক্ষেত্রে কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার ‘লাগাম টানতে’ চায় ওয়াশিংটন। আল জাজিরাকে খবর প্রচারে নমনীয় হতে কাতারকে অনুরোধ জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। ছবি: সংগৃহীত ইসরাইলি বাহিনীর সঙ্গে হামাসের সংঘাতের শুরু থেকেই হামলা, সংঘর্ষ, হতাহতের প্রতি মুহূর্তের খবর প্রচার করে আসছে আল জাজিরা। বিশেষ করে ইসরাইলি আগ্রাসনে ফিলিস্তিনিদের চরম দুর্দশার দিকটি তুলে ধরছে তারা। যেখানে বেশিরভাগ পশ্চিমা গণমাধ্যমের ভূমিকাই প্রশ্নবিদ্ধ। এমন অবস্থায় গাজায় যুদ্ধ নিয়ে আল জাজিরার সম্প্রচার ‘ইসরাইলবিরোধী উসকানিতে পূর্ণ’ বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। খবর প্রচারে সংবাদমাধ্যমটি যেন ‘নমনীয়’ হয়, কাতারের প্রতি সেই অনুরোধও জানিয়েছে তারা। সম্প্রতি রাজধানী দোহায় কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল-থানির সঙ্গে সাক্ষাতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এই অনুরোধ জানান। সংবাদমাধ্যম অ্যাক্সিওসের বরাত দিয়ে গার্ডিয়ানসহ একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম এই খবর প্রকাশ করে। আরও পড়ুন: আইন করে আল জাজিরা বন্ধ করছে ইসরাইল এ বিষয়ে ইঙ্গিত দিয়ে ব্লিঙ্কেন দাবি করেন, গাজায় ইসরাইলি বাহিনীর ধ্বংসযজ্ঞের যে চিত্র আল জাজিরায় প্রকাশিত হচ্ছে, তাতে মধ্যপ্রাচ্যে এই সংঘাত আরও ছড়িয়ে পড়তে পারে। এ নিয়ে বাইডেন প্রশাসনের উদ্বেগ রয়েছে বলেও জানান তিনি। উদ্ভূত পরিস্থিতিতে কাতার সরকারের করণীয় সম্পর্কে ব্লিঙ্কেন বলেন, ইসরাইল-হামাসের যুদ্ধের খবর প্রচারের পরিমাণ কমাতে আল জাজিরাকে আহ্বান জানানো যেতে পারে। কাতার সরকারের অর্থায়ন পেলেও স্বাধীনভাবে কাজ করে আল জাজিরা মিডিয়া নেটওয়ার্ক। সমালোচকদের মতে, কাতারের বৈদেশিক নীতিকেই প্রতিফলিত করে আল জাজিরা। এর আগে, ইসরাইলে আল জাজিরার ব্যুরো কার্যালয় বন্ধের প্রস্তাব অনুমোদন দিয়েছে ইসরাইল সরকার। ফলে অস্থায়ীভাবে ইসরাইলে আল জাজিরার প্রধান কার্যালয় বন্ধ থাকবে। গত শুক্রবার (২০ অক্টোবর) টাইমস অব ইসরাইলের এক প্রতিবেদনে বলা হয়, ইসরাইল সরকার ‘জরুরি আইন’ অনুমোদন করেছে। এ নিয়মের আওতায় ‘রাষ্ট্রের নিরাপত্তাবিরোধী’ কাজ করছে বলে মনে হলে যেকোনো সংবাদমাধ্যম বন্ধ করে দেয়া যাবে। আরও পড়ুন: আল জাজিরা বন্ধ না করতে ইসরাইলের প্রতি সিপিজের আহ্বান এছাড়া গত ১৫ অক্টোবর বেতার সংবাদমাধ্যম আর্মি রেডিওকে দেয়া এক সাক্ষাৎকারে আল জাজিরার স্থানীয় ব্যুরো কার্যালয় বন্ধ করে দেয়ার দাবি জানিয়েছিলেন ইসরাইলের তথ্যমন্ত্রী শালোমা কারহি। সেসময় তিনি অভিযোগ করেন, গত ৭ অক্টোবর সংঘাত শুরুর পর থেকে ‘হামাসঘেঁষা সংবাদ’ পরিবেশন করে আসছে আল জাজিরা। এসব কিছুর পরিপ্রেক্ষিতে বিশ্লেষকরা বলছেন, আল জাজিরার খবর প্রচারে লাগাম টানতে যুক্তরাষ্ট্র কাতারকে যে অনুরোধ জানিয়েছে তা ইসরাইলের ইচ্ছারই প্রতিফলন বলা যায়।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply