ফিলিস্তিনিদের আর্থিক সহায়তা স্থগিতের সিদ্ধান্ত থেকে ইউটার্ন ইইউ’র
ইসরাইল ও ফিলিস্তিন সংঘাতে প্রেক্ষিতে ঘোষিত ফিলিস্তিনিদের আর্থিক সহায়তা স্থগিতের সিদ্ধান্ত থেকে সরে এসেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। বেশ কয়েকটি সদস্য দেশের প্রতিবাদের মুখে সংগঠনটি ঘোষণা দিয়ে জানিয়েছে, তারা ফিলিস্তিনিদের উন্নয়ন সহায়তার অর্থ স্থগিত করবে না।
ইসরাইলে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলার পর ইসরাইলের প্রতি সংহতির অংশ হিসেবে ফিলিস্তিনিদের আর্থিক সহায়তা স্থগিত করার সিদ্ধান্ত নেয় ইউরোপীয় ইউনিয়ন। ছবি: সংগৃহীত
ইসরাইলে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলার পর ইসরাইলের প্রতি সংহতির অংশ হিসেবে ফিলিস্তিনিদের আর্থিক সহায়তা স্থগিত করার সিদ্ধান্ত নেয় ইউরোপীয় ইউনিয়ন। ছবি: সংগৃহীত
আল জাজিরার প্রতিবেদন মতে, ইসরাইলে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলার পর ইসরাইলের প্রতি সংহতির অংশ হিসেবে ফিলিস্তিনিদের আর্থিক সহায়তা স্থগিত করার সিদ্ধান্ত নেয় ইউরোপীয় ইউনিয়ন।
সংস্থাটির ‘নেইবারহুড অ্যান্ড এনলার্জমেন্ট’ বিভাগের কমিশনার অলিভার ভারহেলি সোমবার (৯ অক্টোবর) জানান, ফিলিস্তিনের জন্য বরাদ্দ ৭২ কোটি ৯০ লাখ ডলার সহায়তার কিস্তি স্থগিত করা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) পোস্ট করা এক বার্তায় ইসরাইলে চলমান সংঘাতের জন্য হামাসকে সরাসরি দায়ী করেন ভারহেলি।
আরও পড়ুন: বিবিসির দ্বিমুখী আচরণে একহাত নিলেন ফিলিস্তিনি রাষ্ট্রদূত
তিনি বলেন, ইসরাইল ও সেখানকার জনগণের ওপর গত কয়েক দিন ধরে যে নজিরবিহীন নিষ্ঠুরতা চলছে, তার পরিপ্রেক্ষিতেই এই সিদ্ধান্ত (সহায়তা স্থগিত) নেয়া হয়েছে। যতক্ষণ পর্যন্ত সেখানে (ফিলিস্তিনে) শান্তি ফিরে না আসে, আমাদের যাবতীয় সহায়তা বন্ধ থাকবে।
কিন্তু ইইউ’র এই একতরফা সিদ্ধান্ত নিয়ে ব্যাপক বিতর্ক ও সমালোচনা শুরু হয়। এই ঘোষণার পর ফ্রান্স, স্পেন, পর্তুগাল ও লুক্সেমবার্গ ও আয়ারল্যান্ডসহ বেশ কয়েকটি সদস্য দেশ উদ্বেগ জানায়। দেশগুলোর পক্ষ থেকে বলা হয়, এমন সিদ্ধান্ত গ্রহণের এখতিয়ার কমিশনের নেই।
রয়টার্সের এক প্রতিবেদন মতে, ইইউ’র ‘নেইবারহুড অ্যান্ড এনলার্জমেন্ট’ বিভাগের কমিশনার হিসেবে হাঙ্গেরির রাজনীতিক ভারহেলিকে মনোনয়ন দেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর ওরবান।
কট্টর ডানপন্থি এই রাজনীতিক ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর একজন ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত। কমিশনার ভারহেলির এই ঘোষণায় অনেক ইউরোপীয় কর্মকর্তাই অবাক হন।
আরও পড়ুন: হামাসের হামলায় ইসরাইলের তারকা ফুটবলার নিহত
আয়ারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, ‘কোনো একজন কমিশনারের এমন একপাক্ষিক সিদ্ধান্ত নেয়ার আইনি এখতিয়ার নেই। আমরা সহযোগিতা স্থগিত করাকে সমর্থন করি না।’
এরপর মঙ্গলবার (১০ অক্টোবর) এক বিবৃতিতে ইইউ জানায়, তারা সহায়তার অর্থ স্থগিত করবে না। তবে এই অর্থ যেন অপব্যবহার না হয় তা নিশ্চিত করতে অর্থছাড়ের প্রক্রিয়া আরও পর্যালোচনা করবে।
No comments: