Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » গাজায় শরণার্থীশিবিরে ইসরাইলি বিমান হামলায় নিহত ৩০




ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় শরণার্থীশিবিরের একটি ভবনে ইসরাইলি বিমান হামলায় ৩০ জন নিহত হয়েছেন। এর মধ্যে বেশির ভাগই নারী ও শিশু। এছাড়াও গুঁড়িয়ে যাওয়া ওই ভবনের নিচে এখনো অনেকে আটকা পড়ে আছেন। ফিলিস্তিনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ওয়াফার বরাত দিয়ে আল জাজিরা জানায়, রোববার (২২ অক্টোবর) রাতে জাবালিয়া শরণার্থীশিবিরের আল-শুহাদা এলাকার একটি ভবনে বিমান হামলা চালায় ইসরাইল। এতে নারী ও শিশুসহ ৩০ জন নিহত হয়েছেন। হামলায় আশপাশের কয়েকটি ভবনও বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। জাবালিয়া শরণার্থীশিবির গাজা উপত্যকার সবচেয়ে ঘনবসতিপূর্ণ এলাকাগুলোর একটি। এখানে প্রায় এক লাখ ২০ হাজার মানুষ বসবাস করেন। এছাড়া গতরাতে গাজার বিভিন্ন এলাকায় হামলা জোরদার করেছে ইসরাইলি বিমানবাহিনী। এদিকে ফিলিস্তিনের একটি হাসপাতাল সূত্র জানিয়েছে, দক্ষিণ গাজার রাফা এলাকায় একটি আবাসিক ভবনে ইসরাইলের বিমান হামলায় নারী ও শিশুসহ অন্তত ১৪ জন নিহত হয়েছেন। আরও পড়ুন: ইসরাইলের হামলায় ২৪ ঘণ্টায় চার শতাধিক ফিলিস্তিনি নিহত সোমবার (২৩ অক্টোবর) ফিলিস্তিনের সংবাদ সংস্থা ওয়াফা জানায়, গত ৭ অক্টোবর হামাসের হামলার পর শুরু হওয়া ইসরাইল-ফিলিস্তিন সংঘাতে রোববার গাজায় সবচেয়ে বড় বোমা হামলা হয়েছে। ওই হামলায় মাত্র ২৪ ঘণ্টায় চার শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। চলতি মাসের ৭ অক্টোবর ইসরাইলে অতর্কিত রকেট হামলা চালায় হামাস। একই সঙ্গে ইসরাইলের প্রতিরক্ষাব্যবস্থাকে ফাঁকি দিয়ে সীমান্ত পেরিয়ে দেশটির ভেতরে ঢুকে পড়েন হামাস যোদ্ধারা। তাদের হামলায় ইসরাইলের কমপক্ষে ১,৪০০ মানুষ নিহত এবং অন্তত চার হাজার আহত হন। গত ৫০ বছরের ইতিহাসে এ প্রথম কোনও হামলায় ইসরাইলের এত মানুষের প্রাণ গেল! আরও পড়ুন: গাজায় হাসপাতাল ছাড়ার নির্দেশ রোগীদের জন্য ‘মৃত্যুদণ্ডাদেশ’ হামাসের এ হামলার প্রতিক্রিয়ায় গাজায় ব্যাপক বিমান হামলা চালায় ইসরাইলি সেনাবাহিনী। দুই সপ্তাহ পেরিয়ে গেলেও হামলা অব্যাহত রেখেছে তারা। এসব হামলায় গাজায় ৪ হাজার ৬৫১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে এক হাজার ৮৭৩টি শিশু এবং এক হাজার ১০১ জন নারী রয়েছেন। আর আহত হয়েছেন অন্তত ১৫ হাজার ফিলিস্তিনি।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply