হামাস ও ইরানের ভয়ে মধ্যপ্রাচ্যে প্যাট্রিয়ট প্রতিরক্ষাব্যবস্থা মোতায়েন করছে যুক্তরাষ্ট্র
চলমান সংঘাতের মধ্যেই এবার মধ্যপ্রাচ্যে ‘আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা’ মোতায়েন করবে যুক্তরাষ্ট্র। সেখানে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা থাড ও প্যাট্রিয়ট মোতায়ন করা হবে বলে জানিয়েছে পেন্টাগন। শনিবার (২১ অক্টোবর) গভীর রাতে এই তথ্য নিশ্চিত করে তারা। খবর রয়টার্সের।
লিখিত বিবৃতিতে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন জানান, অঞ্চলটিতে ছড়ানো উত্তেজনা প্রশমনেই এই পদক্ষেপ নেয়া হয়েছে। বলা হয়- খুব শিগগিরই ‘থাড এবিএম’ ব্যাটারি এবং ‘প্যাট্রিয়ট স্যাম’-এর মতো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কাজ শুরু করবে।
অস্টিন আরও বলেন, চলমান সংঘাতে ইরানের প্রক্সি সেনাবাহিনী সক্রিয়। শুধু তাই নয়, ইসরায়েলকে প্রতিরোধে সব ধরনের উদ্যোগ নিয়েছে তৃতীয় পক্ষ। তাদের ঠেকাতেই অনির্দিষ্ট মার্কিন সেনা মোতায়েন করা হচ্ছে- এমনটাও জানান অস্টিন।
গেলো সপ্তাহেই, ভূমধ্যসাগরে মোতায়েন করা হয় দুটি মার্কিন রণতরী। সেখানেই, রির্জাভ ফোর্স পৌঁছাবে বিবৃতিতে দেয়া হয়েছে এমন ইঙ্গিত।
Tag: English News lid news world
No comments: