৩০ মিনিটে দুবার শক্তিশালী ভূমিকম্প নেপালে, কেঁপে উঠলো ভারতও
৩০ মিনিটে দুবার শক্তিশালী ভূমিকম্প নেপালে, কেঁপে উঠলো ভারতও
নেপালে পরপর দুবার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৬ দশমিক ২ ও ৪ দশমিক ৬। নেপালের শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে ভারতের রাজধানী নয়াদিল্লিও।
মঙ্গলবার (৩ অক্টোবর) স্থানীয় সময় দুপুর ২টা ৫১ মিনিটে ও ৩টা ২১ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়।
তবে উভয় দেশে ভূমিকম্পের ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, নেপালে প্রথম ভূমিকম্পটি আঘাত হানে বাংলাদেশ সময় দুপুর ২টা ৫৫ মিনিটে। শক্তিশালী দ্বিতীয় ভূমিকম্পটি আঘাত হানে ৩টা ২১ মিনিটে।
আরও পড়ুন: বাংলাদেশসহ ৫ দেশে ভূমিকম্পের আঘাত
ভারতের জাতীয় ভূকম্পন কেন্দ্র (এনসিএস) জানিয়েছে, নেপালে ৪ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পটির কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। আর ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র পাঁচ কিলোমিটার গভীরে।
টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, দিল্লিতে শক্তিশালী কম্পন অনুভূত হয়েছে। এছাড়া উত্তর ভারতের কয়েকটি অংশেও কম্পন অনুভূত হয়।
Tag: English News lid news others world
No comments: