Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » আল জাজিরা বন্ধের দাবি ইসরাইলের




ইসরাইলে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার স্থানীয় ব্যুরো কার্যালয় বন্ধ করে দেয়ার দাবি জানিয়েছেন দেশটির তথ্যমন্ত্রী শালোমা কারহি। সংবাদমাধ্যমটি ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসকে সহায়তা করছে এমন অভিযোগ করেন তিনি। আল জাজিরা নিউজের প্রধান কার্যালয়। ছবি: সংগৃহীত রোববার ইসরাইলের বেতার সংবাদমাধ্যম আর্মি রেডিওকে দেয়া এক সাক্ষাৎকারে এ দাবি জানান শালোমা কারহি। তিনি বলেন, গত ৭ অক্টোবর সংঘাত শুরুর পর থেকেই হামাসঘেঁষা সংবাদ পরিবেশন করে আসছে আল জাজিরা নিউজ। এরই মধ্যে এ সংবাদমাধ্যমটির ইসরাইলের কার্যালয় বন্ধ করে দেয়ার একটি প্রস্তাব সরকারের কাছে পাঠিয়েছেন তিনি। শালোমা কারহি বলেন, বর্তমানে ইসরাইলের রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীর কর্মকর্তা প্রস্তাবটি যাচাই করে দেখছেন। তাদের যাচাই শেষ হলে এটি মন্ত্রিসভায় তোলা হবে। আরও পড়ুন: ইসরাইলের সঙ্গে সৌদি আরবের শান্তি চুক্তির উদ্যোগ স্থগিত তথ্যমন্ত্রী বলেন, ‘এ নিউজ স্টেশনটি নিয়মিত উসকানিমূলক সংবাদ পরিবেশন করে যাচ্ছে এবং এসব সংবাদ ইসরাইলের নাগরিকদের বিরুদ্ধে বাইরের দেশের অনেক মানুষকে ক্ষেপিয়ে তুলছে। আল জাজিরা যতখানি সংবাদমাধ্যম, তারচেয়েও অনেক বেশি প্রোপাগান্ডা মাউথপিস।’ তিনি আরও বলেন, ‘নিজেদের স্বাধীন সংবাদমাধ্যম হিসেবে দাবি করা একটি নিউজ স্টেশন হামাসের মুখপাত্র হিসেবে কাজ করছে — এটা অগ্রহণযোগ্য। আশা করছি, শিগগিরই এ ব্যাপারে আমরা একটা সিদ্ধান্তে পৌঁছাতে পারব।’ আরও পড়ুন: আল-আকসা মসজিদের ইমামকে হত্যার হুমকি এর আগে, ২০২১ সালের মে মাসে হামাসের সঙ্গে যুদ্ধে জড়িয়েছিল ইসরাইলের সামরিক বাহিনী। সেবার বোমা নিক্ষেপ করে গাজায় আল জাজিরার ব্যুরো কার্যালয় গুঁড়িয়ে দেয়া হয়েছিল।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply