Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » ইসরাইলি রাষ্ট্রদূতকে বহিষ্কারের আহ্বান আয়ারল্যান্ডের আইনপ্রণেতার




ইসরাইলি রাষ্ট্রদূতকে বহিস্কারের আহ্বান জানিয়েছেন আয়ারল্যান্ডের পার্লামেন্ট সদস্য পল মরফি টিডি। এছাড়াও তিনি ইউরোপীয় ইউনিয়ন কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেনের পদত্যাগেরও আহ্বান জানান। গাজার আল আহলি ব্যাপ্টিস্ট হাসপাতালে ইসরাইলের বোমা হামলার প্রতিক্রিয়ায় বুধবার (১৮ অক্টোবর) পার্লামেন্টের অধিবেসনে এক বক্তব্যে এই আহ্বান জানান পল মরফি। এ সময় গাজায় ইসরাইলের এই গণহত্যা বন্ধেরও আহ্বান জানিয়েছেন তিনি । সংসদে পল মরফি বলেন, ‘গাজার ব্যাপ্টিস্ট হাসপাতালে বোমা হামলার পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরাইলে গেছেন এবং যুদ্ধাপরাধী নেতানিয়াহুকে আলিঙ্গন করেছেন। আর তিনি (বাইডেন) বলেছেন ‘এই হামলা ইসরাইল না অন্য কেউ করেছে।’ এটা খুবই ন্যক্করজনক মন্তব্য ছিল।’ পল মরফি আরও বলেন, ‘ইসরাইলের এই গণহত্যায় জো বাইডেন ও উরসুলা ভন ডার লেন সমর্থন জানিয়ে তাদের হাত রক্তে লাল করেছেন।’ আরও পড়ুন: ফিলিস্তিন ইস্যুতে দ্বিচারিতা করছে ইইউ: মিক ওয়ালেস তিনি আরও বলেন, ‘তারা (ইসরাইলি বাহিনী) যখন বলেছিল, তারা গাজার হাসপাতালে হামলা চালাবে তখনই আমাদের এটা বিশ্বাস করা উচিত ছিল যে, তারা এটা করতে পারবে।’ পল মারফি বলেন, ‘কিন্তু ইসরাইলি রাষ্ট্রদূত আরটিএ রেডিওকে দেয়া এক সাক্ষাৎকারে এই হামলার কথা অস্বীকার করেছেন। তবে তিনি বলেছেন, ‘গাজার হাসপাতালে বোমা ফেলার অধিকার ইসরাইলের আছে।’ এখনই আমাদের পদক্ষেপ নেয়া উচিত। ইসরাইলি রাষ্ট্রদূতকে বহিষ্কার করা উচিত।’ এর আগে আনাদোলো এজেন্সিকে দেয়া এক সাক্ষাৎকারে আইরিশ রাজনীতিক ও ইউরোপীয় পার্লামেন্টের সদস্য (এমইপি) মিক ওয়ালেস বলেছেন, ফিলিস্তিন ইস্যুতে ইইউ দ্বিমুখী আচরণ করছে। মিক ওয়ালেস আফসোস করে বলেন, চলমান সংঘাতে যুক্তরাষ্ট্র ছাড়াও ইউরোপীয় ইউনিয়ন থেকেও সহায়তা পাচ্ছে ইসরাইল। এছাড়াও ইউরোপীয় ইউনিয়ন কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেন হামাস ও ইসরাইল সংঘাতে ‘পক্ষপাতিত্ব’ করছেন বলেও অভিযোগ করেন মিক। আরও পড়ুন: গাজায় বেসামরিক নাগরিক হত্যার তীব্র নিন্দা আসিয়ান ও জিসিসি নেতাদের মঙ্গলবার (১৭ অক্টোবর) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে গাজা শহরের কেন্দ্রস্থল আল-আহলি ব্যাপটিস্ট হাসপাতালে একাধিক বিস্ফোরণ হয়। এতে অন্তত ৫০০ জন নিহত হয়েছেন। গাজার নিয়ন্ত্রণকারী হামাস সরকার এই হামলাকে ‘যুদ্ধাপরাধ’ হিসেবে অভিহিত করেছে। এক বিবৃতিতে গাজার সরকার বলেছে, ‘হাসপাতালটিতে কয়েকশ আহত ও অসুস্থ মানুষ ছিলেন। এছাড়া জোরপূর্বক বাস্তুচ্যুত মানুষও এখানে ছিলেন।’






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply