গাজায় মিনিটে ছয়টি বোমা পড়ছে: বিবিসির সাংবাদিক
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় অবিরাম বোমাবর্ষণ করছে ইসরাইল। বিমান থেকে প্রতি মিনিটে ফেলা হচ্ছে ছয়টি বোমা। বিবিসির সাংবাদিক জেরেমি বোয়েনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে মিডলইস্টমনিটর।
গাজা উপত্যকায় বিমান হামলার পাশাপাশি স্থল অভিযান জোরদার করেছে ইসরাইলি বাহিনী। ছবি: সংগৃহীত
গত ৭ অক্টোবর ইসরাইলে অতর্কিত রকেট হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। এই হামলার জবাবে সেদিন থেকে গাজায় অবিরাম বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইলের সেনাবাহিনী। তিন সপ্তাহ পরও সেই হামলা অব্যাহত রয়েছে।
এই হামলায় এখন পর্যন্ত আট হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের মধ্যে ৩ হাজারেরও বেশি শিশু রয়েছে। আর আহত হয়েছেন অন্তত ২০ হাজার। বিমান হামলার পাশাপাশি চলতি সপ্তাহে স্থল অভিযান শুরু করেছে ইসরাইলি বাহিনী।
আরও পড়ুন: ইসরাইলি হামলা /গাজায় ৪৭ মসজিদ ও ৭ গির্জা ধ্বংস
ইসরাইল থেকে গাজায় ইসরাইলি বিমান হামলার সংবাদ সংগ্রহ করছেন বিবিসির আন্তর্জাতিক সম্পাদক প্রবীণ সাংবাদিক জেরেমি বোয়েন। রোববার (২৯ অক্টোবর) এক প্রতিবেদন তিনি জানান, গাজার উত্তরাঞ্চলে সর্বাত্মক স্থল অভিযান শুরু করেছে ইসরাইল। এই অভিযানের অংশ হিসেবে ব্যাপক বোমাবর্ষণ করা হচ্ছে।
ইসরাইলি বোমাবর্ষণের পরিমাণ বর্ণনা করে রোববার এক এক্স (সাবেক টুইটার) পোস্টে জেরেমি বোয়েন বলেন, দক্ষিণ ইসরাইলে আমার হোটেলে মাত্র এক ঘণ্টা আগে ঘুম থেকে উঠেছি। ওঠার পর থেকেই গাজায় অবিরাম ইসরাইলের আর্টিলারি বাহিনীর ছোড়া বোমার বিস্ফোরণের শব্দ শুনতে পাচ্ছি। গুণে দেখলাম, প্রতি মিনিটে ছয়টি বিস্ফোরণ ঘটছে।’
আরও পড়ুন: গাজার আল-কুদস হাসপাতাল খালি করার নির্দেশ
গত ৭ অক্টোবর সংঘাত শুরুর পর প্রথম এক সপ্তাহেই ফিলিস্তিনের গাজা উপত্যকায় ৬ হাজার বোমা ফেলা হয়েছে বলে জানায় ইসরাইলি সেনাবাহিনী। এসব বোমার ওজন প্রায় ৪ হাজার টন। এরপর যতই দিন গেছে বোমাবর্ষণের পরিমাণও বেড়েছে।
Tag: English News Featured world
No comments: