আবারও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো আফগানিস্তান
আবারও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো আফগানিস্তান। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৩। খবর এপি’র।
গত শনিবার (৭ অক্টোবর) আফগানিস্তানে আঘাত হানা ভূমিকম্পে মৃতের সংখ্যা দুই হাজার ছাড়িয়েছে (ফাইল ছবি)
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা বা ইউএসজিএস জানিয়েছে, স্থানীয় সময় বুধবার (১১ অক্টোবর) ভোর ৫টা ১০ মিনিটের দিকে ভূমিকম্পটি আঘাত হানে। যদিও এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনও খবর মেলেনি।
ভূমিকম্পের উপকেন্দ্রটি হেরাত প্রদেশের রাজধানী হেরাত সিটি থেকে মাত্র ২৯ কিলোমিটার দূরে অবস্থিত। ভূমিকম্পটি ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার নিচে উৎপন্ন হয়েছে।
আরও পড়ুন: বিশ্বকাপের ম্যাচ ফি ভূমিকম্প ক্ষতিগ্রস্থদের দেবেন রশিদ
এর আগে শনিবার (৭ অক্টোবর) সকালে প্রথমে ৬.৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আফগানিস্তানে আঘাত হানে।
এই ভূমিকম্পের পর দেশটিতে ৫.৫, ৪.৭, ৬.৩ ও ৫.৯ মাত্রার চারটি শক্তিশালী আফটারশক অনুভূত হয়।
আরও পড়ুন: আফগানিস্তানে ভূমিকম্প, মৃতের সংখ্যা ২৪০০ ছাড়িয়েছে
ইউএসজিএসের তথ্য অনুযায়ী, শনিবার আঘাত হানা ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল দেশটির হেরাত শহর থেকে ৪০ কিলোমিটার উত্তর-পশ্চিমাঞ্চলে। চারটি বড় ধরনের আফটারশকে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়, প্রাণ হারান দুই হাজারেরও বেশি মানুষ।
Tag: English News lid news world
No comments: