গাজায় ইসরাইলি হামলায় ক্ষুব্ধ অ্যাঞ্জেলিনা জোলি, যুদ্ধবিরতির আহ্বান
গাজায় বেসামরিক নাগরিকদের ওপর ইসরাইলের হামলায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। গাজার বাসিন্দাদের জন্য সহায়তা এবং অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বানও জানিয়েছেন তিনি।
গাজায় ইসরাইলের হামলায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। ফাইল ছবি
ইনস্টাগ্রামে দেয়া এক পোস্টে অস্কারজয়ী অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি এ আহ্বান জানিয়েছেন বলে উল্লেখ করা হয়েছে সংবাদমাধ্যম ডেউলি সাবাহ’র প্রতিবেদনে।
আরও পড়ুন: উপস্থাপকের শাড়ির রং দেখেই ক্ষেপে গেলেন ইসরাইলি গোয়েন্দা কর্মকর্তা (ভিডিও)
জোলি বলেন,
সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইসরাইলের সন্ত্রাসী হামলায় অনেক নিরপরাধ বাসিন্দাদের (গাজায়) মৃত্যুতে বিশ্বজুড়ে লাখ লাখ মানুষের মতো আমিও অসুস্থবোধ করেছি এবং ক্ষুব্ধ হয়েছি। এই পরিস্থিতিতে কীভাবে তাদের সাহায্য করা যায় তা নিয়ে ভাবছি।
‘আমি অবিলম্বে প্রত্যেক জিম্মির নিরাপদ প্রত্যাবর্তনের জন্য প্রার্থনা করছি। যেসব পরিবার প্রিয়জনের মৃত্যুর অকল্পনীয় যন্ত্রণা বহন করছে, তাদের জন্যও প্রার্থনা করছি,’ যোগ করেন তিনি।
Tag: English News world
No comments: