হামাস-ইসরায়েল যুদ্ধ নির্বিচারে নারী-শিশু হত্যা
ইসরায়েলের স্থল অভিযানের মধ্যে শনিবার গাজার দক্ষিণাঞ্চলের দিকে ছুটছে একটি ফিলিস্তিনি পরিবার -এপি ইসরায়েলের স্থল অভিযানের মধ্যে শনিবার গাজার দক্ষিণাঞ্চলের দিকে ছুটছে একটি ফিলিস্তিনি পরিবার -এপি সাত দিনের বোমা হামলার পর ট্যাঙ্ক ও সাঁজোয়া যান নিয়ে গাজায় স্থল অভিযানের চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলের সামরিক বাহিনী। এর আগে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়ে গাজার উত্তরাঞ্চলের ১১ লাখ বাসিন্দাকে সরে যেতে বলা হয়। হাজার হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে পালাতে থাকেন। পথে বাস্তুচ্যুত এসব মানুষের ওপরও হামলা হয়েছে। চলমান বোমা বর্ষণে গাজায় গতকাল শনিবার এক দিনে আরও ৩২০ জন নিহত হয়েছেন। এতে আট দিনে নিহতের সংখ্যা দাঁড়াল ২ হাজার ২১৫ জনে। তাদের মধ্যে ৭২৪ শিশু ও ৪৫৮ জন নারী রয়েছেন। আহতের সংখ্যা ৮ হাজার ৭১৪। নিউইয়র্ক, লন্ডনসহ বিশ্বের প্রধান প্রধান শহরে লাখো মানুষের অংশগ্রহণে ইসরায়েলের বিরুদ্ধে নজিরবিহীন বিক্ষোভ হয়েছে। জাতিসংঘ জানিয়েছে, কঠোর অবরোধের কারণে গাজায় ওষুধ, পানি, খাবার ও বিদ্যুৎ দ্রুতই ফুরিয়ে আসছে। লোকজন ক্ষুধা ও তৃষ্ণা নিয়েই প্রাণ বাঁচাতে এলাকা ছাড়ছেন। পথে তাদের ওপর হামলা হচ্ছে। বিবিসি নিশ্চিত করেছে, শনিবার উত্তর গাজা ছেড়ে যাওয়ার সময় গাড়িতে বিস্ফোরণে ১২ নারী ও শিশুর মৃত্যু হয়েছে। ছবি বিশ্লেষণ করে দেখা গেছে, নিহত শিশুদের বয়স দুই থেকে পাঁচ বছরের মধ্যে। জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ বলছে, গাজায় ৭ অক্টোবর থেকে চালানো ইসরায়েলের হামলায় ৭০০-এর বেশি শিশু নিহত হয়েছে। গাজায় স্থল অভিযানের প্রস্তুতির মধ্যে সামাজিক মাধ্যম এক্স-এ টুইটে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ‘আক্রমণের পরবর্তী ধাপ আসছে। আমরা প্রস্তত; স্থলপথে আসছি।’ এ বক্তব্যে তিনি স্থল অভিযানের প্রস্তুতির স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন। এতে আরও বিপুলসংখ্যক মানুষের প্রাণহানির শঙ্কা প্রকট হচ্ছে। অন্যদিকে ইসরায়েলি গোয়েন্দারা স্বীকার করেছেন, হামাসের অবস্থানের ব্যাপারে তাদের ভুল পর্যবেক্ষণ ছিল। মিসরের গোয়েন্দারা ইসরায়েলকে বারবার সতর্কও করেছিল বলে জানিয়েছে আলজাজিরা। অব্যাহত বোমা হামলার মধ্যে গাজার রেড ক্রস কর্মীরা হাসপাতাল ছাড়তে অস্বীকৃতি জানিয়েছেন। জাতিসংঘের পক্ষ থেকে তাদের সতর্ক করে হাসপাতাল ছাড়তে বলা হয়। কিন্তু তারা সে আদেশ মানেননি। দ্য গার্ডিয়ানের প্রতিবেদক অ্যামা গ্রাহাম হ্যারিসন জানান, শনিবারও হাজার হাজার ফিলিস্তিনি গাজার উত্তরাঞ্চল ছেড়েছেন। দক্ষিণাঞ্চলের স্কুল, বাড়িঘর ও বিভিন্ন আশ্রয়কেন্দ্র এরই মধ্যে লোকজনে পূর্ণ হয়ে গেছে। তবে হামাস অথরিটি ফর রিফিউজি অ্যাফেয়ার্স জানিয়েছে, ফিলিস্তিনিরা গাজার উত্তরাঞ্চল ছেড়ে অন্যত্র চলে যাচ্ছে এই তথ্য ভুয়া। এ নিয়ে অপপ্রচার হচ্ছে। হামাসপ্রধান ইসমাইল হানিয়া গতকাল টেলিভিশন ভাষণে বলেছেন, ফিলিস্তিনের সাধারণ মানুষ কখনও গাজা ছাড়বে না এবং তারা কোথাও যাবে না। লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ বলছে, তারা ইসরায়েলে রকেট ও মর্টার শেল নিক্ষেপ করেছে। ইসরায়েলের সামরিক বাহিনী জানায়, হামাসের হামলার নেতৃত্বে থাকা জ্যেষ্ঠ সেনা কমান্ডার মুরাদ আবু মুরাদ নিহত হয়েছেন। হামাসের একটি অভিযান কেন্দ্রে তাদের যুদ্ধবিমানের হামলায় মুরাদ নিহত হন। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় ইসরায়েলের হামলায় এ পর্যন্ত ২৮ চিকিৎসাকর্মী মারা গেছেনSlider
দেশ - বিদেশ
মেহেরপুর জেলা খবর
মেহেরপুর সদর উপজেলা
গাংনী উপজেলা
মুজিবনগর উপজেলা
ফিচার
খেলা
যাবতীয়
ছবি
ফেসবুকে মুজিবনগর খবর
Mujibnagar Khabor's Admin
We are.., This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
Subscribe to:
Post Comments (Atom)
Labels
- Advertisemen
- Advertisement
- Advertisementvideos
- Arts
- Education
- English News
- English News Featured
- English News lid news
- English News national
- English News news
- English Newsn
- Entertainment
- Featured
- games
- id news
- l
- l national
- li
- lid news
- lid news English News
- lid news others
- media
- national
- others
- pedia
- photos
- politics
- politics English News
- t
- videos
- w
- world
- Zilla News
No comments: