ফিলিস্তিনের পক্ষে গ্রেটা থুনবার্গের বার্তা, ক্ষুব্ধ ইসরাইল
দুই সপ্তাহের বেশি সময় ধরে চলমান ইসরাইল-হামাস সংঘাতের মধ্যে এবার ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন জানিয়েছেন সুইডিশ জলবায়ুকর্মী গ্রেটা থুনবার্গ। যদিও এতে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইসরাইল।
এক্সে (সাবেক টুইটার) দেয়া পোস্টে ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন গ্রেটা থুনবার্গসহ চার জলবায়ুকর্মী। ছবি: সংগৃহীত
আনাদোলু এজেন্সি এক প্রতিবেদনে জানায়, সম্প্রতি সামাজিকমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেয়া এক পোস্টে ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন গ্রেটা।
তিনি বলেন,
আজ আমরা ফিলিস্তিন এবং গাজার সঙ্গে সংহতি প্রকাশ করছি। ফিলিস্তিনি এবং ক্ষতিগ্রস্ত সব বেসামরিক নাগরিকের জন্য বিশ্ব সম্প্রদায়কে কথা বলতে হবে এবং অবিলম্বে যুদ্ধবিরতি, ন্যায়বিচার ও স্বাধীনতার আহ্বান জানাতে হবে।
বার্তার সঙ্গে এক্সে একটি ছবিও জুড়ে দেন গ্রেটা থুনবার্গ। ছবিতে গ্রেটার সঙ্গে আরও তিন জলবায়ুকর্মী ছিলেন, যাদের প্রত্যেকের হাতেই ছিল ফিলিস্তিনপন্থি প্ল্যাকার্ড। এসব প্ল্যাকার্ডে ‘গাজার পাশে দাঁড়ান’, ‘ফিলিস্তিন মুক্ত করো’সহ বিভিন্ন বার্তা লেখা ছিল।
আরও পড়ুন: ইসরাইলকে সমর্থন, টরন্টোর মসজিদে তোপের মুখে ট্রুডো
এছাড়াও জার্মান-ভিত্তিক ফিলিস্তিনপন্থি অ্যাকাউন্টের একটি পোস্টও নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেছেন গ্রেটা থুনবার্গ। সেখানে বলা হয়, গাজায় ‘গণহত্যা’ চালানো হচ্ছে।
এদিকে, ফিলিস্তিনিদের সমর্থনে বার্তা দেয়া এবং গাজায় ‘গণহত্যা’ সংঘটিত হচ্ছে এমন পোস্ট দেয়ায় গ্রেটার ওপর ক্ষোভ ঝেড়েছে ইসরাইলি বাহিনী।
আরও পড়ুন: হামাসের হামলা /ইসরাইলের ১৮ শহরে রেড অ্যালার্ট জারি
এ ঘটনার প্রতিক্রিয়ায় ইসরাইলি সেনাবাহিনীর মুখপাত্র আরি শারুজ শালিকার সংবাদমাধ্যম পলিটিকোকে বলেন, ‘গ্রেটার সঙ্গে ভবিষ্যতে যেকোনো উপায়ে একাত্মতা প্রকাশ করা যে কেউ এখন আমাদের দৃষ্টিতে সন্ত্রাসী সমর্থক।
Tag: English News lid news others world
No comments: