সংকট বন্ধে ফিলিস্তিনসহ আরব নেতাদের সাথে সাক্ষাৎ করবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
ইসরায়েল-হামাস সংকট সমাধানের লক্ষ্যে এবার ফিলিস্তিনি নেতাদের সাথে আলোচনায় বসবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টোনি ব্লিনকেন। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মিসর ও কাতারের নেতাদের সঙ্গেও সাক্ষাৎ করবেন তিনি। এ লক্ষ্যে বৃহস্পতিবার (১২ অক্টোবর) জর্ডানে পৌঁছান এ কূটনীতিক। জানিয়েছে ইউএস ডিপার্টমেন্ট অব স্টেটের ওয়েবসাইট।
জানা গেছে, সফরকালে বাদশা আবদুল্লাহ ও ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সাথে আলোচনায় বসবেন এ নেতা। চলমান সংঘাত বন্ধে কার্যকরী সমাধান নিয়ে কথা বলবেন তারা। এছাড়া, এসময় সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতসহ মুসলিম বিশ্বের নেতাদের সাথেও সাক্ষাৎ করবেন তিনি। চলমান সংকট সমাধান এবং জিম্মিদের মুক্তি নিশ্চিতে নেতাদের সহযোগিতা চাইবেন তিনি।
আরও পড়ুন: হামাসের সুড়ঙ্গ যেন রূপকথার কোনো কাল্পনিক নগরী
সফর নিয়ে অ্যান্টোনি ব্লিনকেন বলেন, জর্ডানে ফিলিস্তিনি কর্তৃপক্ষের সাথে আলোচনায় বসবো। এছাড়া, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মিসর ও কাতারের নেতাদের সাথেও সাক্ষাৎ করবো। এসময় সংঘাত রুখতে এবং জিম্মিদের নিঃশর্ত মুক্তি নিশ্চিতে হামাসকে চাপ দিতে তাদের ওপর জোর দেয়া হবে বলেও জানিয়েছেন তিনি।
এর আগে, ইসরায়েলের প্রতি সংহতি জানিয়ে গতকাল দেশটিতে যান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। দেশটির শীর্ষ পর্যায়ের নেতাসহ ভুক্তভোগীদের সাথে সাক্ষাৎ করেন তিনি।
Tag: English News lid news world
No comments: