উত্তরার গ্র্যান্ড সেন্টারে লাগা আগুন নিয়ন্ত্রণে
রাজধানীর উত্তরার ৭নং সেক্টরের সাঈদ গ্র্যান্ড সেন্টারে লাগা আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ২৪টি ইউনিটের ৫ ঘন্টার বেশি সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
মঙ্গলবার দিবাগত রাত একটা পর ভবনে আগুন লাগে। পরে ঘটনাস্থলে গিয়ে ভোর ৪টা ৪০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
আগুন সাঈদ গ্র্যান্ড সেন্টারের ৭ তলা থেকে ৯ তলা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ১৬তলা বিশিষ্ট ভবনটি ব্যাণিজিক হওয়ায় বিভিন্ন ধরনের অফিস রয়েছে বলে জানায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, ১৩তলা বিশিষ্ট সাইদ গ্রান্ড সেন্টারের ১০তলা পর্যন্ত আগুন ছড়িয়ে পড়েছিল। তাই আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে। বহুতল ভবনটিতে আগুন নিয়ন্ত্রণে ব্যবহার করা হয় টার্ন টেবল লেডার (টিটিএল)।
এখন পর্যন্ত আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
Tag: English News lid news national
No comments: