ইসরাইলের বিরুদ্ধে অভিযানের ঘোষণা হামাসের
ইসরাইলের বিরুদ্ধে সামরিক অভিযান ঘোষণা করেছে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস। গোষ্ঠীটির নেতারা এই অভিযানের নাম দিয়েছেন ‘অপরেশেন আল-আকসা স্টর্ম’।
গাজা উপত্যকা থেকে ইসরাইলের দক্ষিণাঞ্চল লক্ষ্য করে পাঁচ হাজার রকেট ছুড়েছে হামাস। ছবি: সংগৃহীত
শনিবার (৭ অক্টোবর) গাজা উপত্যকা থেকে ইসরাইলের দক্ষিণাঞ্চল লক্ষ্য করে পাঁচ হাজার রকেট ছোড়া হয়। যদিও পরে হামাস এই হামলার দায় স্বীকার করেছে।
এক বিবৃতিতে হামাস নেতা মোহাম্মেদ দেইফ বলেন,
আমরা শনিবার ইসরাইলের উদ্দেশে পাঁচ হাজার রকেট ছুড়েছি। এর মধ্য দিয়ে আমরা অপারেশন আল-আকসা স্টর্ম শুরু করে দিয়েছি।
দেইফ বলেন, ‘যথেষ্ট হয়েছে। ইসরাইলকে আমরা উপযুক্ত জবাব দেয়ার সিদ্ধান্ত নিয়েছি। দেশপ্রেমিক সব ফিলিস্তিনিকে এই যুদ্ধে যোগ দেয়ার আহ্বান জানিয়েছি।’
আরও পড়ুন: ইসরাইলে ২০ মিনিটে ৫ হাজার রকেট ছুড়ল গাজা
এদিকে এই হামলার প্রতিক্রিয়ায় ইসরাইলের ডিফেন্স ফোর্স বলেছেন, ‘আমরা যুদ্ধের জন্য প্রস্তুত।’
দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেন, সকাল সাড়ে ৬টা থেকে এখন পর্যন্ত ইসরাইলে ২২০০ রকেট ছুড়েছে হামাস। এ ছাড়াও স্থল, আকাশ ও নৌপথে হামাসের সদস্যরা ইসরাইলে প্রবেশ করছেন।
অন্যদিকে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, রকেট হামলার বিষয়ে নিরাপত্তা পরিষদের প্রধানরা বৈঠক করবেন।
Tag: English News lid news others world
No comments: