গাজার কাছে গোপন সামরিক ঘাঁটি, যুদ্ধে জড়াচ্ছে যুক্তরাষ্ট্র!
হামাসের বিরুদ্ধে লড়াইয়ে ইসরাইলকে সামরিক সহায়তা দিলেও, সেখানে কোনো সেনা পাঠাবে না বলে জানিয়েছিল যুক্তরাষ্ট্র। তবে দেশটি গাজার খুব কাছেই সামরিক ঘাঁটি গড়ে তুলছে বলে এক প্রতিবেদনে জানা গেছে। ফলে ইসরাইল-হামাস সংঘাতে যুক্তরাষ্ট্র সরাসরি জড়িয়ে পড়তে পারে বলে মনে করছেন অনেকে।
গাজা থেকে মাত্র ২০ মাইল দূরে গোপন সামরিক ঘাঁটি গড়ে তুলছে যুক্তরাষ্ট্র। ছবি: সংগৃহীত
অনলাইন-ভিত্তিক অলাভজনক মার্কিন সংবাদমাধ্যম ইন্টারসেপ্ট এক প্রতিবেদনে জানিয়েছে, গাজা উপত্যকার কাছে ইসরাইল-অধিকৃত ভূখণ্ডে গোপন সামরিক ঘাঁটি গড়ে তুলছে যুক্তরাষ্ট্র। গাজা থেকে মাত্র ২০ মাইল দূরে নেগেভ মরুভূমিতে এই ঘাঁটি নির্মাণ করা হচ্ছে, যার বিকল্প নাম দেয়া হয়েছে ‘সাইট-৫১২’।
আরও পড়ুন: এতকিছুর পরও ইসরাইলকে কেন চোখ বুজে সমর্থন করে যুক্তরাষ্ট্র?
সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে ইন্টারসেপ্ট জানিয়েছে, দীর্ঘস্থায়ী এই ঘাঁটি প্রকৃতপক্ষে একটি রাডার স্টেশন হিসেবে কাজ করবে। ইসরাইলের বিরুদ্ধে কোনো ধরনের ক্ষেপণাস্ত্র হামলা হচ্ছে কি না, তা পর্যবেক্ষণ করার জন্য এই ঘাঁটি নির্মাণ করা হবে।
সরকারি নথিপত্রে আবার এই ঘাঁটিকে বর্ণনা করা হয়েছে ‘লাইফ সাপোর্ট ফ্যাসিলিটি’ হিসেবে।
ইসরাইল এবং হামাসের মধ্যে চলমান যুদ্ধ শুরুর প্রায় দুই মাস আগে পেন্টাগন ‘সাইট ৫১২’-তে মার্কিন সেনাদের জন্য এই ঘাঁটি নির্মাণ করতে তিন কোটি ৫৮ লাখ ডলারের একটি চুক্তি করে।
আরও পড়ুন: গাজায় ইন্টারনেট সংযোগ দেয়ার ঘোষণা ইলন মাস্কের
যদিও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও তার প্রশাসন দাবি করেছে, ইসরাইলের অভ্যন্তরে মার্কিন সেনা মোতায়েনের কোনো পরিকল্পনা নেই ওয়াশিংটনের। তবে অধিকৃত ভূখণ্ডে এরইমধ্যে গোপন মার্কিন সামরিক উপস্থিতি রয়েছে এবং সরকারি চুক্তি ও বাজেট বরাদ্দের নথিপত্র থেকে এটা স্পষ্ট যে, দিন দিন তা বাড়ছে।
Tag: English News lid news world
No comments: