Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » রাতের অন্ধকারে গাজার হাসপাতালে বিস্ফোরণ, বাইডেনের সফর বাতিল করল জর্ডান, তেতে উঠছে পশ্চিম এশিয়া




যুদ্ধ পরিস্থিতিতে এমনিতেই বিভাজন চোখে পড়ছে আন্তর্জাতিক রাজনীতিতে। গত ২৪ ঘণ্টার ঘটনাবলী সেই ফাটল আরও চওড়া করে দিল। ইজরায়েল-প্যালেস্তাইন যুদ্ধে আগেই ইজরায়েলের পক্ষ নিয়েছে আমেরিকা (Israel Palestine Conflict)। কিন্তু মঙ্গলবার রাতে গাজার হাসপাতালে বিস্ফোরণে শয়ে শয়ে মানুষের মৃত্যুতে আন্তর্জাতিক সমীকরণেও রদবদল চোখে পড়ছে। কারণ ইজরায়েল-প্যালেস্তাইন যুদ্ধ নিয়ে জর্ডানে আয়োজিত সম্মেলনে আলোচনায় অংশ নেওয়ার কথা ছিল বাইডেনের। গভীর রাতে গাজার হাসপাতালে ওই হামলার পর, বাইডেনের সফরই বাতিল করে দিয়েছে জর্ডান। (Israel Palestine War) ইজরায়েল-প্যালেস্তাইন যুদ্ধের মধ্যেই বুধবার পশ্চিম এশিয়া সফরে আসছেন বাইডেন। জর্ডানে আয়োজিত সম্মেলনে আরব দেশের রাষ্ট্রনেতাদের সঙ্গে বৈঠকের কথা ছিল তাঁর। গাজার উপর লাগাতার যেভাবে বোমা-রকেট বর্ষণ করে চলেছে ইজরায়েল, সেই নিয়ে আলোচনার কথা ছিল। কিন্তু মঙ্গলবার রাতে গাজার আল-আহলি আরব হাসপাতালে বিস্ফোরণের পর বাইডেনের সফর বাতিল করে দিয়েছে জর্ডান। এখনও পর্যন্ত হাসপাতালে বিস্ফোরণে ৫০০ জনের মৃত্যুর খবর মিলেছে। মৃতদের মধ্যে অধিকাংশই মহিলা এবং শিশু। ধ্বংসস্তূপ থেকে দেহ বের করে আনার প্রক্রিয়া এখনও চলছে। বহু মানুষকে শনাক্তও করা যায়নি এখনও পর্যন্ত। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন প্যালেস্তিনীয় কর্তৃপক্ষ। কে হামলা চালিয়েছে, তা নিয়ে যদিও দোষারোপ, পাল্টা দোষারোপ চলছে। রাতের অন্ধকারে ইজরায়েলি বাহিনী রকেট ছুড়েছে বলে অভিযোগ প্যালেস্তাইনের। ইজরায়েলের দাবি, ভুল করে হামাস এবং তার শাখা সংগঠনই হাসপাতালে রকেট ছুড়েছে। কিন্তু এই ঘটনায় ইজরায়েলের দিকেই আঙুল উঠছে মূলত। কারণ গত সপ্তাহেই গাজার বাসিন্দাদের ভিটেমাটি খালি করে দিতে হুঁশিয়ারি দেয় তারা। গাজায় অবস্থিত পাঁচটি হাসপাতালও খালি করে দিতে বলা হয়। কিছুই অবশিষ্ট থাকবে না, সব গুঁড়িয়ে দেওয়া হবে বলে হুমকি দেয় ইজরায়েল। অথচ আন্তর্জাতিক আইন বলছে, যুদ্ধ পরিস্থিতিতেও হাসপাতালে হামলা চালানো যায় না।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply