গাজায় সাংবাদিকদের নিরাপত্তার গ্যারান্টি দিতে পারব না: ইসরাইল
গাজা উপত্যকায় নির্বিচার বিমান হামলা চালিয়ে বেসামরিক নাগরিকদের হত্যা করছে ইসরাইল। হামলা থেকে ছাড় পাচ্ছে না গণমাধ্যম অফিস ও সাংবাদিকরাও। এবার ইসরাইলি সেনাবাহিনী স্পষ্ট করে জানিয়ে দিল, গাজায় তারা কোনো সাংবাদিকের নিরাপত্তার গ্যারান্টি দিতে পারবে না।
গাজা উপত্যকায় ইসরাইলের বিরামহীম বোমা হামলার মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে সংবাদ সংগ্রহ করছেন সাংবাদিকরা। ছবি: সংগৃহীত
গত ৭ অক্টোবর ইসরাইলে আকস্মিক অভিযান চালায় ফিলিস্তিনের মুক্তিকামী গোষ্ঠী হামাস। তাতে কয়েকজন বিদেশি নাগরিকসহ ইসরাইলের ১ হাজার ৪০০ জন নিহত হয়।
এরপরই হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে গাজা উপত্যকায় বিমান হামলা শুরু করে ইসরাইল। যে হামলা এখনও অব্যাহত রয়েছে। এতে এখন পর্যন্ত ৭ হাজারের বেশি নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে। যার বেশিরভাগই শিশু।
হামাসকে টার্গেট করে হামলা চালানো হচ্ছে দাবি করলেও ইসরাইলের হামলায় বেসামরিক নাগরিক বেশি হতাহত হয়েছে। হামলা থেকে বাদ যাচ্ছে না গণমাধ্যম অফিস ও সাংবাদিকরাও। বিরামহীম বোমা হামলার মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে সংবাদ সংগ্রহ করছেন তারা।
আরও পড়ুন: গাজায় বিমান হামলা ও স্থল অভিযান জোরদার করেছে ইসরাইল
সাংবাদিকদের আন্তর্জাতিক সংগঠন কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে) বলছে, গত ৭ অক্টোবরের সংঘাতের পর থেকে গত তিন সপ্তাহে অন্তত ২৭ জন সাংবাদিক নিহত হয়েছেন। এর মধ্যে রয়টার্স ও আল জাজিরার সাংবাদিকও রয়েছে।
ইসরাইল ও দক্ষিণ লেবাননেও একাধিক সাংবাদিক নিহত হয়েছেন। সিপিজের সর্বশেষ তথ্য অনুযায়ী, শুক্রবার (২৭ অক্টোবর) পর্যন্ত ২২ জন ফিলিস্তিনি, চারজন ইসরাইলি ও একজন লেবানিজ সাংবাদিক নিহত হয়েছেন।
এমন পরিস্থিতির মধ্যে সম্প্রতি সাংবাদিকদের নিরাপত্তা চেয়ে ইসরাইলি সেনাবাহিনীর কাছে চিঠি লেখে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স ও ফরাসি সংবাদ সংস্থা এএফপি।
আরও পড়ুন: গাজায় ২৪ ঘণ্টায় জাতিসংঘের ১৪ কর্মী নিহত
শনিবার (২৮ অক্টোবর) সেই চিঠির জবাবে ইসরাইলি সেনাবাহিনী (আইডিএফ) এক বার্তায় রয়টার্স ও এএফপিকে জানিয়েছে, গাজায় কর্মরত সাংবাদিকদের নিরাপত্তার নিশ্চয়তা দিতে পারবে না তারা।
আইডিএফের এক চিঠিতে বলা হয়, ‘গাজাজুড়ে হামাসকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইসরাইলি সেনাবাহিনী। হামাসও রকেট ছুড়ছে। এমন পরিস্থিতিতে আমরা আপনাদের সাংবাদিকদের নিরাপত্তার গ্যারান্টি দিতে পারব না। আপনাদের সাংবাদিকদের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা গ্রহণের জন্য জোরালোভাবে অনুরোধ করছি।’
No comments: