Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » প্রবাসীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ভোট চুরি বিএনপির অভ্যাস




ভোট চুরি বিএনপির অভ্যাস বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, বাংলাদেশকে সন্ত্রাস ও দুর্নীতির রাজত্বে পরিণত করেছিল তারাই। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে বৃহস্পতিবার (২৬ অক্টোবর) স্থানীয় সময় বিকেলে প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে ভার্চুয়ালী যুক্ত হয়ে প্রধানমন্ত্রী তার সরকারের বিগত ১৪ বছরের নানা উন্নয়ন ও অগ্রগতির খতিয়ান তুলে ধরেন। তিনদিনের সফরে বর্তমানে বেলজিয়াম রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরের শেষ দিন ছিল বৃহস্পতিবার (২৬ অক্টোবর)। এদিন প্রধানমন্ত্রীর জন্য এক বিশেষ সংবর্ধনার আয়োজন করেন দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। অনুষ্ঠানে যুক্ত হয়ে প্রবাসী বাংলাদেশিদের পেয়ে আনন্দ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। রাষ্ট্রীয় সফরের ব্যস্ততার মাঝে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ পেয়ে আনন্দে ভাসেন প্রবাসীরাও। আরও পড়ুন: গ্লোবাল গেটওয়ে ফোরামে শেখ হাসিনার উচ্ছ্বসিত প্রশংসা বিশ্বনেতাদের নিজের বক্তব্যে দেশের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে প্রবাসীদের অবদান তুলে ধরেন প্রধানমন্ত্রী। গত ১৪ বছরে বাংলাদেশের সামগ্রিক উন্নয়নে আওয়ামী লীগ সরকারের গৃহীত পদক্ষেপের সাথে বিগত সরকারগুলোরও তুলনা করেন। বিএনপির সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, বিএনপির হাতে বাংলাদেশের কোনো ভবিষ্যত নেই। বিএনপি কখনো দেশ নিয়ে ভাবেনি, ভেবেছে নিজেদের ব্যক্তিগত উন্নয়ন নিয়ে। বিএনপি কখনও বাংলাদেশ নিয়ে ভাবেনি উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বোমা, গ্রেনেড হামলা ও দুর্নীতি-লুণ্ঠনের মাধ্যমে দেশকে পিছিয়ে দেয়াই হলো তাদের কাজ। মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীনতা ফের যেন খুনি ও দুর্নীতিবাজদের হাতে না যায়-এমন আহ্বান জানিয়ে আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট চান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। আরও পড়ুন: শেখ হাসিনার সঙ্গে বেলজিয়ামের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ একইদিন বিকেলে গ্লোবাল গেটওয়ে ফোরামের সমাপনীর পূর্ণাঙ্গ অধিবেশনে যোগ দেন সরকার প্রধান। এসময় বিশ্ব নেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। এর আগে স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেকজান্ডার ডি ক্রুর এবং লুক্সেমবার্গের প্রধানমন্ত্রী জেভিয়ার বেটেলের সাথে আলাদা দুটি দ্বিপাক্ষিক বৈঠক করেন। সে সময় ২০৩২ সাল পর্যন্ত বেলজিয়াম ও লুক্সেমবার্গে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত প্রবেশের সুবিধা চান প্রধানমন্ত্রী। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেয়েনের আমন্ত্রণে গত ২৪ অক্টোবর ব্রাসেলস যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফর শেষে শুক্রবার (২৭ অক্টোবর) দুপুর সোয়া ১২টার দিকে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে তার।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply