Sponsor



Slider

দেশ - বিদেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » বিশ্বকাপে আফগানিস্তানের কাছে হারল পাকিস্তান, বাবরদের এই হার কি আদৌ অঘটন, উঠছে প্রশ্ন




বিশ্বকাপে হারের হ্যাটট্রিক পাকিস্তানের। ভারত, অস্ট্রেলিয়ার পর আফগানিস্তানের কাছেও হেরে গেল তারা। কিন্তু এই হারকে কি অঘটন বলা যায়? আগের ম্যাচে গত বারের বিশ্বজয়ী ইংল্যান্ডকে হারিয়ে খেলতে এসেছিল আফগানিস্তান। তাদের তুলনায় পাকিস্তান কিছুটা সহজ দল। ভারতের কাছে ৭ উইকেটে এবং অস্ট্রেলিয়ার কাছে ২২৯ রানে হেরে খেলতে নেমেছিল পাকিস্তান। মনোবল দুমড়ে থাকা একটি দলের বিরুদ্ধে আফগানিস্তান হাসতে হাসতে জিতল আট উইকেটে। ২৮৩-র মতো কঠিন লক্ষ্য়মাত্রাও মাত্র ২ উইকেট হারিয়ে তুলে ফেলল তারা। কেউ শতরান করেননি। কিন্তু চার ব্যাটারই দলের হয়ে অবদান রেখে গেলেন। ADVERTISEMENT বাবর আজমের অধিনায়কত্ব নিয়ে অনেক দিন থেকেই প্রশ্ন উঠছে। সোমবারের ম্যাচের পর সেই দাবি আরও জোরালো হলে অবাক হওয়ার কিছু নেই। সেই ইমরান খানের আমল থেকে পাকিস্তানের ফিল্ডিং নিয়ে প্রশ্ন উঠছে। এখনও পর্যন্ত তার কোনও বদল হয়নি। এ দিনের ম্যাচে অন্তত তিনটি ক্যাচ ফেলেছেন পাকিস্তানের ফিল্ডারেরা। গুরবাজ়‌, জ়াদরান, রহমত সবাই এক বার করে প্রাণ ফিরে পেয়েছেন। এ ছাড়া অসংখ্য ফিল্ডিং মিস্ তো রয়েছেই। সহজ বলও গলিয়েছেন হাসান আলিরা। পাশাপাশি অধিনায়ক হিসাবে বুদ্ধি কাজে লাগাতে পারছেন না বাবর। দলের পেস বিভাগ ভাল। কিন্তু আফগানিস্তান যখন ক্রমশ লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছে, তখন বাবর একের পর এক ওভার করিয়ে গেলেন স্পিনারদের দিয়ে। নির্বিষ বোলিং খেলতে আফগানিস্তানের কোনও অসুবিধাই হল না। খুচরো রান নিয়ে গেল তারা। বোলারদের ঘুরিয়ে-ফিরিয়ে ব্যবহার করার ক্ষেত্রেও বাবরদের দুর্বলতা ধরা পড়েছে। বিশ্বকাপের সূচি আনুষ্ঠানিক ঘোষণার আগেই পাকিস্তান আপত্তি তুলেছিল দু’টি ম্য়াচ নিয়ে। আফগানিস্তানের স্পিনারদের কথা ভেবে তারা এই ম্যাচটি খেলতে চেয়েছিল বেঙ্গালুরুতে। অস্ট্রেলিয়া ম্যাচ চেন্নাইয়ে চেয়েছিল তারা। হয়েছে উল্টোটাই। আইসিসি সূচিতে পরিবর্তন করেনি। ফলে বেঙ্গালুরুতে অস্ট্রেলিয়ার কাছে হারার পর চেন্নাইয়ে আফগানিস্তানের কাছেও হারল পাকিস্তান। আফগানিস্তানের বিরুদ্ধে শুরুটা ভাল করেও বেশি দূর এগোতে পারেনি পাকিস্তান। দুই ওপেনার আবদুল্লাহ শফিক এবং ইমাম উল হক শুরু থেকে চাপ তৈরি করেন আফগান বোলারদের উপরে। এ বছরে প্রথম দশ ওভারে একটিও ছয় মারতে পারেননি পাকিস্তানের ব্যাটারেরা। সেই ‘ধারা’ বদলাল এ দিন। শফিক একটি নয়, দু’-দু’টি ছক্কা মারলেন। প্রথম নবীন উল হককে পুল করে। দ্বিতীয়টি মুজিব উর রহমানকে লং অফে। কিন্তু ইমামের খারাপ ফর্ম অব্যাহত। এই ম্যাচেও তাঁর ব্যাট থেকে বড় রান এল না। ১৭ রানেই আউট। শফিকের সঙ্গে জুটি বাঁধলেন পাকিস্তানের অধিনায়ক বাবর। দু’জনে মিলে ৫৪ রানের জুটি তৈরি করার পর ফিরলেন শফিক। তার আগে অর্ধশতরান পূরণ করেছেন। বাবর এবং মহম্মদ রিজ়ওয়ানের কাঁধেই ফের দলের ধস রক্ষার দায়িত্ব এল। কিন্তু সেই দায়িত্ব পালনে ব্যর্থ রিজ়ওয়ান। বাবর একটি দিক ধরে রাখলেও রিজ়ওয়ান ফিরলেন ৮ রানেই।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply