ইসরাইলবিরোধী বিক্ষোভে রাশিয়ার বিমানবন্দর বন্ধ
ব্যাপক বিক্ষোভের জেরে রাশিয়ার দাগেস্তান বিমানবন্দর বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। মূলত বিমানবন্দরটিতে ইসরাইল থেকে একটি বিমান আসছে এমন গুজবে ব্যাপক বিক্ষোভ হয়। সেই বিক্ষোভের জেরেই বিমানবন্দর বন্ধ হয়ে যায়।
ন
এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে চলমান সংঘাতকে কেন্দ্র রোববার (২৯ অক্টোবর) এ ঘটনা ঘটে। ইসরাইল থেকে ফ্লাইট আসার গুজবে ইসরাইলবিরোধী বিক্ষোভকারীরা জোর করে বিমানবন্দরে ঢুকে পড়েন।
রাশিয়ার দাগেস্তান মুসলিম অধ্যুষিত অঞ্চল। দাগেস্তানের গভর্নর বলেছেন, এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শাস্তির আওতায় আনা হবে। এদিকে এ ঘটনার পর রাশিয়ায় নিজেদের নাগরিকদের সুরক্ষা দেয়ার জন্য রুশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ইসরাইল।
আরও পড়ুন: গাজায় ইসরাইলের নির্বিচার হামলার প্রতিবাদে নিউইয়র্কে ইহুদিদের বিক্ষোভ সমাবেশ
সামাজিক যোগাযোগ মাধ্যমসহ রাশিয়ার সংবাদমাধ্যম আরটি ও ইজভেস্তিয়াতে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, বেশ কয়েকজন বিক্ষোভকারী ‘আল্লাহু আকবর’ বলে বিমানবন্দরের দরজা ও নিরাপত্তাবেষ্টনী ভেঙে ঢুকে পড়েন। কেউ কেউ রানওয়েতে দৌড়াদৌড়ি করেন।
এর কিছুক্ষণ পর রাশিয়ার বেসামরিক বিমান চলাচল সংস্থা রোসাভিয়াতসিয়া ঘোষণা দেয়, বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ থাকবে। ঘটনাস্থলে নিরাপত্তা বাহিনীর সদস্যরা উপস্থিত আছেন বলেও উল্লেখ করা হয়।
রোববার রাতে রোসাভিয়াতসিয়া জানায়, ‘বিমানবন্দরটি থেকে বিশৃঙ্খলা সৃষ্টিকারী ব্যক্তিদের সরিয়ে দেওয়া হয়েছে। এটি আগামী ৬ নভেম্বর পর্যন্ত এটি বন্ধ থাকবে।’
আরও পড়ুন: ইসরাইল-হামাস সংঘাত /জাতিসংঘে গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব পাস
অন্যদিকে দাগেস্তান প্রজাতন্ত্রের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, বিক্ষোভে বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে এ ব্যাপারে বিস্তারিত জানানো হয়নি।
Tag: English News Featured world
No comments: