Sponsor



Slider

দেশ - বিদেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » ইসরাইলের দুর্ভেদ্য ‘লোহার দেওয়াল’ কিভাবে ভাঙল হামাস?




ইসরাইলের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ভেদ করে শনিবার (৭ অক্টোবর) ভোরে ভয়াবহ অভিযান চালিয়েছে ফিলিস্তিনির মুক্তিকামী রাজনৈতিক সংগঠন হামাস। বিশ্বের কড়া নিরাপত্তার জাল ফাঁকি দিয়ে চালিয়েছে প্রতিশোধের অভিযান। ২০ মিনিটের পাঁচ হাজার রকেট হামলার তান্ডবে হতভম্ব হয়ে গেছে ইসরাইলি বাহিনী। Advertisement অধিকৃত ভূখণ্ড রক্ষায় গাজা সীমান্তে নির্মিত ‘আকাশচুম্বী’ নিরাপত্তা দেওয়ালও হার মানল হামাসের চৌকশ যোদ্ধাদের কাছে। অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি এ ‘গর্বের ধন’কে বিশ্বে ‘স্মার্ট বেড়া’র তকমা দিয়েছিল ইসরাইল। সুড়ঙ্গ খুঁড়েও যেন কেউ ঢুকতে না পারে সেলক্ষ্যে সীমান্তে ৬৫ কিমি. দীর্ঘ ভ‚গর্ভস্থ কংক্রিটের দেওয়ালের ওপর ২০ ফুট উঁচু ধাতব বেড়া দেয় ইসরাইল। ওয়াশিংটন পোস্ট। এখানেই শেষ নয়- দেওয়ালের মাথা থেকে পা পর্যন্ত অর্থাৎ সারা গায়ে পেঁচানো হয়েছে ধারালো কাঁটাতারের কুণ্ডলী। গাজায় হামাস বাহিনীর টানেল শনাক্তকরণে দেওয়ালের ভূগর্ভে বসানো হয় সেন্সর। আর দেওয়ালের উপরের অংশের ৮১% জায়াগাজুড়ে বসায় শত শত ক্যামেরা, রাডার এবং সেন্সর। এক কথায় ফিলিস্তিনিদের দখলকৃত ভূখণ্ডে নিজেদের রাজত্ব টিকিয়ে রাখতে বিন্দুমাত্র কার্পণ্য করেনি দেশটির দখলদার বাহিনী। নিশ্চিন্ত নিরাপত্তার এই দেওয়ালই এখন বড় দুশ্চিন্তা হয়ে দাঁড়িয়েছে ইসরাইলে- টানা সাড়ে তিন বছর ধরে ১৪ হাজার টন লোহা ও স্টিল দিয়ে নির্মাণ করা ১.১১ বিলিয়ন ডলারের দুর্ভেদ্য ‘লোহার দেওয়াল’ কিভাবে ভাঙল ছোট্ট হামাস দল? হিন্দুস্তান টাইমস। ইসরাইলের কড়া ‘পাহারা বেড়া’ ভাঙার একটি মাধ্যম ছিল ড্রোন। বাণিজ্যিক ড্রোনগুলো হামাস পর্যবেক্ষণ টাওয়ার, যোগাযোগ অবকাঠামো এবং অস্ত্র ব্যবস্থায় বোমাবর্ষণের কাজে ব্যবহার করেছে। ইসরাইলের শক্তিশালী প্রতিরক্ষাব্যবস্থাকে ধ্বংস করার আরও একটি মাধ্যম ছিল রকেট। ফ্যানচালিত হ্যাং এবং প্যারা গ্লাইডারের মাধ্যমে ২০ মিনিটে ৫০০০ রকেট হামলা চালিয়েছে হামাস। এত দ্রুত সময়ে ইসরাইলের প্রতিরক্ষা সেন্সরগুলো সব রকেট হামলাকে প্রতিহত করতে পারেনি। ফলে রকেটগুলো ইসরাইলের তেল আবিব থেকে জেরুজালেম পর্যন্ত আঘাত হানে। অবরোধের কিছু অংশ উড়িয়ে দেওয়ার জন্যও বিস্ফোরক ব্যবহার করেছিল হামাস। এরপর মোটরবাইকে করে ফাঁকা দিয়ে হামাস বাহিনীর গাড়ি ভেতরে প্রবেশ করে। পরবর্তীতে বুলডোজার দিয়ে অবরোধের জায়গাকে আরও প্রশস্ত ভেতরে প্রবেশ করা হয়। গাজার সঙ্গে ইসরাইলের এ নিরাপত্তা অবরোধটি তৈরি করতে কোনো ভুল ছিল কিনা তা এখন প্রশ্নবিদ্ধ। এ সম্পর্কে মন্তব্য করেছেন ইসরাইলের শীর্ষ ভূতাত্ত্বিক ইয়োসি ল্যাঙ্গোটস্কি (৮৯)। তিনি বলেন, ‘বিশাল বেড়াটি হামাসের সজাগ দৃষ্টিতে নির্মিত হয়েছিল, যারা প্রতিটি কাজ দেখেছিল এবং পরীক্ষা করে দেখেছিল যে বাধাটি মাটিতে কত গভীরে নামানো হচ্ছে। এটা স্পষ্ট যে, তারা প্রকল্পটি অধ্যয়ন করছে এবং তাদের শুধু দরকার ছিল এ ফাঁদে একটি চতুর উপায় খুঁজে বের করা।’






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply