ইসরাইলের ধরপাকড় দুই সপ্তাহে ফিলিস্তিনি বন্দির সংখ্যা দ্বিগুণ
নতুন করে সংঘাত শুরুর পর থেকে গাজা ও পশ্চিম তীরে ধরপাকড় বাড়িয়েছে ইসরাইল। গত দুই সপ্তাহে কয়েক হাজার ফিলিস্তিনিকে গ্রেফতার করেছে ইসরাইলি পুলিশ। এর ফলে সংঘাতের আগে ইসরাইলি কারাগারে যত ফিলিস্তিনি বন্দি ছিল এখন তা দ্বিগুণ হয়েছে।
অধিকৃত পশ্চিম তীরের নাবলুস শহরে ইসরাইলি কারাগারে বন্দি ফিলিস্তিনিদের মুক্তির দাবিতে এক সমাবেশে স্বজনরা। ছবি: সংগৃহীত
শনিবার (২১ অক্টোবর) আল জাজিরা জানিয়েছে, ৭ অক্টোবর হামাসের অভিযানের আগে ইসরায়েইর কারাগারগুলোতে ফিলিস্তিনি বন্দি ছিল পাঁচ হাজার ২০০ জন। এখন সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ২৭০ জনে।
স্থানীয় কর্মকর্তা ও মানবাধিকার সংগঠনের দেয়া তথ্য অনুসারে, ইসরাইল গত দুই সপ্তাহে গাজা থেকে চার হাজার ফিলিস্তিনি শ্রমিককে গ্রেফতার করেছে। তাদের সবাই ইসরাইলে কাজ করতেন। এখন তাদেরকে ইসরাইলের সামরিক ঘাঁটিতে আটকে রাখা হয়েছে।
আরও পড়ুন: ইসরাইলের বিমান হামলায় সপরিবারের হামাস কমান্ডার নিহত
গাজা ছাড়াও পূর্ব জেরুজালেম ও পশ্চিম তীরে সেনা অভিযান চালিয়ে আরও এক হাজার ৭০ জন ফিলিস্তিনিকে আটক করা হয়েছে।
ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠীটির ওই হামলার পর থেকে গাজা উপত্যকায় নজিরবিহীন আক্রমণ চালিয়ে যাচ্ছে ইসরাইলি বাহিনী। যার ফলে এরই মধ্যে প্রায় সাড়ে চার হাজার ফিলিস্তিনি নিহত ও ১৩ হাজার আহত হয়েছে। ঘরবাড়ি ধ্বংস হয়েছে আরও কয়েক হাজার।
শনিবার (২১ অক্টোবর) ১৫তম দিনের মতো গাজায় বিমান হামলা অব্যাহত রয়েছে। এদিকে গত দুই সপ্তাহ ধরে গাজা অবরোধ করে রেখেছে ইসরাইল। ফিলিস্তিনিদেরকে রেশনের খাবার খেতে বাধ্য করছে। শুধু তাই না, পানি সরবরাহ বন্ধ করে দিয়ে নোংরা পানি পান করতে বাধ্য করছে তারা।
আরও পড়ুন: কায়রো শান্তি সম্মেলন /দ্বিরাষ্ট্র সমাধানে রোডম্যাপ তৈরির আহ্বান ইতালি ও গ্রিসের
হাসপাতাল কর্তৃপক্ষ বলেছে, হাসপাতালের জ্বালানি ও ওষুধপত্র শেষ হয়ে গেছে। এমন পরিস্থিতিতে শনিবার রাফা ক্রসিং খুলে হাতে গোনা কয়েকটি ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশ করতে দেয়া হয়েছে। যাকে ‘মরুভূমিতে এক ফোটা বৃষ্টির’ সঙ্গে তুলনা করেছেন পর্যবেক্ষকেরা।
No comments: