নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী হিপকিন্স করোনায় আক্রান্ত
করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস হিপকিন্স। এ পরিস্থিতিতে তিনি নিজেকে আইসোলেশনে রেখেছেন এবং সেখান থেকেই দায়িত্ব পালন করছেন।
নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস হিপকিন্স। ছবি: সংগৃহীত
চলতি অক্টোবরের মাঝামাঝিতে নিউজিল্যান্ডে জাতীয় নির্বাচন হওয়ার কথা। এর মাত্র দুসপ্তাহ আগে করোনায় আক্রান্ত বলে শনাক্ত হলেন হিপকিন্স।
রোববার (১ অক্টোবর) বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস হিপকিন্স করোনায় আক্রান্ত হয়েছেন বলে তার কার্যালয় থেকে জানানো হয়েছে। এক বিবৃতিতে বলা হয়, শনিবার থেকে হিপকিন্সের শরীরে সর্দি এবং ফ্লুর লক্ষণ রয়েছে। এ পরিস্থিতিতে আগামী পাঁচ দিন বা কোভিড-১৯ পরীক্ষায় নেগেটিভ না আসা পর্যন্ত তিনি আইসোলেশনে থাকবেন।
এতে আরও বলা হয়, তিনি জুমের মাধ্যমে যে কাজগুলো করতে পারবেন, তা চালিয়ে যাবেন।
আরও পড়ুন: বিধিনিষেধ শিথিল করল নিউজিল্যান্ড-ইতালি
আগামী ১৪ অক্টোবর নিউজিল্যান্ডে জাতীয় নির্বাচন। এর আগে করোনায় আক্রান্ত হওয়ায় নির্বাচনী প্রচারণা থেকে সামরিয়কভাবে দূরে থাকতে হবে ক্রিস হিপকিন্সকে। মূলত তার দল লেবার পার্টি আসন্ন এ নির্বাচনে ফের জয়ী হতে চাইছে।
আজ (রোববার) অকল্যান্ডে একটি অনুষ্ঠানে যোগ দেয়ার কথা ছিল হিপকিন্সের। তবে তার এক মুখপাত্র বলেছেন, তার জায়গায় নিউজিল্যান্ডের উপ-প্রধানমন্ত্রী কারমেল সেপুলোনি সেখানে যাবেন।
আরও পড়ুন: জুনের শেষে চীন সফরে যাবেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী
এছাড়া সময় গড়ানোর সাথে সাথে ক্রিস হিপকিন্সের স্বাস্থ্যের আপডেট ‘যথা সময়ে সরবরাহ করা হবে’ বলেও জানিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।
Tag: English News lid news others world
No comments: