Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » Rahul Gandhi: লাল শার্ট, হাতে বাঁধা ব্যাজ, দিল্লিতে মোট বইলেন ‘কুলি’ রাহুল




Rahul Gandhi: লাল শার্ট, হাতে বাঁধা ব্যাজ, দিল্লিতে মোট বইলেন ‘কুলি’ রাহুল লাল শার্ট, হাতে বাঁধা ব্যাজ, দিল্লিতে মোট বইলেন ‘কুলি’ রাহুল বৃহস্পতিবার দিল্লির আনন্দ বিহার স্টেশনে।

নয়াদিল্লি: চেনা ভঙ্গিতে সাদা পোশাক পরেই হাজির হয়েছিলেন তিনি। কিন্তু মুহূর্তের মধ্যেই বদলে গেল সব। বৃহস্পতিবার সকালে রাজধানীতে কুলির পোশাকে দেখা গেল কংগ্রেস সাংসদ রাহুল গাঁধীকে। দিল্লির আনন্দ বিহার রেল স্টেশনে এদিন মোট বহনকারী কুলিদের সমস্যার কথা শুনতে হাজির হন তিনি। সেখানেই খেটে খাওয়া মানুষের ভিড়ে মিশে গেলেন রাহুল। গায়ে কুলির পোশাকি শুধু চাপালেন না। মাথায় চাপিয়ে মোটও বইলেন রাহুল। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়। তাতে আনন্দ বিহার রেল স্টেশনে কর্মরত কুলিদের একাংশ রাহুলের সাক্ষাৎ প্রার্থনা করেন। পাঁচ মিনিটের জন্য এলেও হবে, শুধু তাঁদের কথা শুনে যান বলে আর্জি জানান তাঁরা। সেই অনুরোধ রাখতেই বৃহস্পতিবার সকালে আনন্দ বিহার স্টেশনে পৌঁছন রাহুল। স্টেশনের বাইরের খোলা জায়গায়, মাটিতে বসে সকলের সমস্যার কথা শোনেন তিনি। রাহুলকে দেখতে সেই সময় ভিড় উপচে পড়ছে সোশ্যাল মিডিয়ায়। এর পরই স্টেশনে কুলিদের পরিহিত লাল শার্ট গায়ে চাপান রাহুল। কনুইয়ের উপর বেঁধে নেন ব্যাজও। এর পর একটি ট্রলিব্যাগ মাথায় তুলে বইতেও দেখা যায় রাহুলকে। ওই মুহূর্তে চারিদিকে 'রাহুল গাঁধী জিন্দাবাদ' ধ্বনি ওঠে। বাজনার শব্দও কানে আসে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply