চীনের হয়ে গুপ্তচরবৃত্তি, যুক্তরাজ্যের পার্লামেন্টের গবেষক গ্রেফতার
চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে এক নাগরিককে গ্রেফতার করেছে লন্ডন পুলিশ। গ্রেফতার ব্যক্তি ব্রিটিশ পার্লামেন্টে গবেষক হিসেবে কাজ করতেন।
ব্রিটিশ পার্লামেন্ট ভবন। ছবি: সংগৃহীত
রোববার (১০ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার (৯ সেপ্টেম্বর) লন্ডনে অভিযান চালিয়ে তাকেগ্রেফতার করা হয়। গ্রেফতার গবেষকের সঙ্গে বেশ কয়েকজন টোরি এমপি'র যোগযোগ ছিল বলে জানা গেছে। তাদের মধ্যে একজন বেশ কিছুদিন চীনে ছিলেন। তবে নিরাপত্তার কারণে ব্রিটিশ সরকার এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
আরও পড়ুন: দেউলিয়া হয়ে গেল ব্রিটেনের দ্বিতীয় বৃহত্তম শহর বার্মিংহাম
ডাউনিং স্ট্রিট থেকে বলা হয়েছে, প্রধানমন্ত্রী ঋষি সুনাক ভারতে জি-২০ সম্মেলনের সময় চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে দেখা করেছেন এবং যুক্তরাজ্যের সংসদীয় গণতন্ত্রে বেইজিংয়ের হস্তক্ষেপের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। যদিও অন্যান্য সরকারি সূত্র গ্রেফতারের বিষয়ে মন্তব্য করতে অস্বীকার করেছে।
আরও পড়ুন: যুক্তরাজ্যে হঠাৎ বন্ধ শতাধিক স্কুল
লন্ডন মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, তারা এ আইনের অধীন গত মার্চ মাসে দুজন পুরুষকে গ্রেফতার করে। তাদের একজনের বয়স ২০, আরেকজনের ৩০ বছর।
Tag: English News lid news others world
No comments: