রাশিয়া কখনোই আন্তর্জাতিক বিধি অমান্য করে না: পুতিন
রাশিয়া কখনোই আন্তর্জাতিক বিধি বা নিষেধাজ্ঞা অমান্য করে না। এমন দাবি করেছেন
দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। খবর রয়টার্সের।
বলেন, কোরিয় উপদ্বীপ ইস্যুতেও নিষেধাজ্ঞার বিষয়টি অগ্রাহ্য করবেন না তারা। তবে প্রতিবেশী হিসেবে উত্তর কোরিয়ার সাথে সম্পর্ক জোরদার করতে চান বলেও জানান। মস্কো-পিয়ংইয়ং সম্পর্ক নিয়ে দক্ষিণ কোরিয়া ও পশ্চিমাদের ধারণাকে অযৌক্তিক বলে উড়িয়ে দেন তিনি।
এর আগে এক বিবৃতিতে ক্রেমলিন জানায়, কিম জং উনের রাশিয়া সফরে সামরিক বা অন্য ইস্যুতে, কোনো চুক্তি হয়নি। চলতি সফরে কোনো আনুষ্ঠানিক চুক্তির পরিকল্পনা নেই বলেও জানান, ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকোভ।
Tag: English News lid news world
No comments: