পাকিস্তান দলে ভারতীয় পেসার!
সাত বছর পর আবার ভারতের মাটিতে পা রেখেছে বাবর আজমের নেতৃত্বে পাকিস্তানের ক্রিকেট দল। হায়দরাবাদে নেমেছেন বাবর আজমরা। সেখানে দ্য গ্রিন ম্যানদের অনুশীলনে নেওয়া হয়েছে হায়দরাবাদের এক পেসারকে। প্রায় ৬ ফুট ৯ ইঞ্চি উচ্চতার এই পেসারের বলেই নেটে অনুশীলন সারছেন তারা।
গুগল নিউজে ফলো করুন আরটিভি অনলাইন
এই পেসারের নাম নিশান্ত সারানু। তিনি মূলত হায়দরাবাদের ক্রিকেটার। পাকিস্তানের নেটে বোলিং করে তাদের বোলিং কোচ মরনে মর্কেল থেকে উপদেশও নিচ্ছেন নিশান্ত। প্রস্তাব পেয়েছেন আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) লখনৌ সুপার জায়ান্টসের নেটে বল করারও।
তার ভাষ্যমতে, ১২৫ থেকে ১৩০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে বল করতে পারি আমি। তিনি (মর্কেল) আমাকে গতি বাড়ানোর দিকে মন দিতে বলেছেন। আইপিএলে লখনৌ সুপার জায়ান্টসের নেটে আমি বল করতে পারব কি না, সেটাও জানতে চেয়েছেন তিনি। আমি সাদা এবং লাল দুই ধরনের ক্রিকেটেই খেলতে চাই। সেই কারণে আমি চাই হায়দরাবাদের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে খেলতে। সেই সুযোগটাই এখন চাই আমার।
জানা গেছে, হায়দরাবাদে রাজীব গান্ধী স্টেডিয়ামে মোট চারটি ম্যাচ খেলবে পাকিস্তান। নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচের পাশাপাশি ৬ অক্টোবর নেদারল্যান্ডস এবং ১০ অক্টোবর শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে তারা। অর্থাৎ আগামী ১১ দিন হায়দরাবাদেই থাকবেন তারা।
Tag: English News games politics
No comments: