Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » পাঁচ বছর হয় শর্মিমালা মঞ্চে নেই, এবার ফিরছেন




জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী শর্মিমালা মঞ্চে অভিনয় থেকে দূরে ছিলেন পাঁচ বছর। আবারও বিরতি ভেঙে মঞ্চে ফিরছেন এ অভিনেত্রী। নাট্যদল বটতলার ‘সখী রঙ্গমালা’ নাটকে তাঁকে দেখা যাবে। বর্তমানে নাটকের মহড়া নিয়ে ব্যস্ত সময় কাটছে তাঁর। নাগরিক নাট্য সম্প্রদায় ও মঙ্গলদ্বীপ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত ‘আলী যাকের নতুনের উৎসব’-এ গত ২৪ জানুয়ারি নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হয়েছে। শিগগিরই হবে এর দ্বিতীয় মঞ্চায়ন। শাহীন আখতারের উপন্যাস ‘সখী রঙ্গমালা’ থেকে নাটকটির নাট্যরূপ দিয়েছেন সামিনা লুৎফা নিত্রা ও সৌম্য সরকার। নির্দেশনা দিয়েছেন মোহাম্মদ আলী হায়দার। নাটকের অভিনয় প্রসঙ্গে শর্মিমালা বলেন, “মঞ্চ থেকেই আমার অভিনয় শুরু। সবশেষ স্টেজ ওয়ান ঢাকার ‘গুডনাইট মাদার’ নাটকে অভিনয় করেছি। পরিবার ও সন্তানদের সময় দেওয়ার কারণে মধ্যে পাঁচ বছর মঞ্চে অভিনয় করা হয়ে ওঠেনি। নার্ভাসনেসের চেয়ে উত্তেজনা বেশি কাজ করছে। যারা থিয়েটার করি, অন্য জায়গায় আড্ডাবাজি করতে পারি না। সন্ধ্যাটা কাটে নাটকপাড়ায়। সেই চিরচেনা আঙিনায় ফিরতে যাচ্ছি ভেবে শান্তি লাগছে।” জানা গেছে, ‘সখী রঙ্গমালা’র টানা পাঁচটি শো হবে। নাটকে ফুলেশ্বরী চরিত্রে অভিনয় করবেন শর্মিমালা। মঞ্চনাটক ছাড়াও শর্মিমালার হাতে রয়েছে ‘হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি’ নামে একটি সিনেমা। এর ৮০ শতাংশ কাজ শেষ করেছেন তিনি। এখলাস আবেদিন পরিচালিত সিনেমাটি প্রযোজনা করছেন ফেরদৌস আহমেদ। শিগগিরই নতুন আরেকটি সিনেমায় চুক্তিবদ্ধ হবেন এ অভিনেত্রী।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply