ট্রাম্প ও তার সমর্থকরা মার্কিন গণতন্ত্রের জন্য হুমকি: বাইডেন
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার সমর্থক মাগা (মেক আমেরিকা গ্রেট এগেইন) রিপাবলিকান চরমপন্থিরা যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের জন্য হুমকি বলে মন্তব্য করেছেন জো বাইডেন।
স্থানীয় সময় বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার টেম্পে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। সেখানে তিনি প্রয়াত সিনেটর জন ম্যাককেইনকে সম্মান জানানোর জন্য উপস্থিত হন।
আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, আমেরিকাতে এখন ভয়ঙ্কর কিছু ঘটছে।
এছাড়াও বাইডেন তার রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পকে কটাক্ষ করে বলেছেন, সাবেক এ প্রেসিডেন্টের মেক আমেরিকা গ্রেট এগেইন (মাগা) ক্যাম্পেইন আসলে একটি চরমপন্থি আন্দোলন। এটি মার্কিন গণতন্ত্রের মৌলিক ধারণায় বিশ্বাস করে না।
আরও পড়ুন: ট্রাম্পের বিরুদ্ধে তথ্য জালিয়াতির প্রাথমিক প্রমাণ বিচারকের হাতে
তিনি বলেন, রিপাবলিকানদের সবাই এ আন্দোলন বা ক্যাম্পেইন মেনে চলে না এবং এ দলটি বর্তমানে ‘মাগা’ রিপাবলিকান চরমপন্থিদের মাধ্যমে পরিচালিত হচ্ছে।
বাইডেন আরও বলেন, ‘যেমনটি আমরা জানি, এ দলটির সবচেয়ে বড় এজেন্ডা হচ্ছে আমেরিকান গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে মৌলিকভাবে পরিবর্তন করা।
আরও পড়ুন: ধর্মঘট /অটো ওয়ার্কারসদের পাশে বাইডেন, যা বললেন মাস্ক
যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন হবে ২০২৪ সালের নভেম্বরে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এছাড়া জো বাইডেনও দ্বিতীয় দফায় মার্কিন প্রেসিডেন্ট হতে আবারও লড়াইয়ে নামার কথা বলে আসছেন বহু আগে থেকে।
Tag: English News lid news others world
No comments: