হিসাবের গড়মিলে ছিটকে গেল আফগানিস্তান
গ্রুপ পর্বের শেষ ম্যাচে হিসাবের গড়মিলের কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে আফগানিস্তান। তবে ক্রিকেটে এই ভুল এবারই প্রথম নয়, এর আগে একই ভুলে ২০০৩ সালের বিশ্বকাপ থেকেই ছিটকে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা। আফগানিস্তানের বিদায়ে চূড়ান্ত হয়েছে এশিয়া কাপের সুপার ফোরের সূচিব।
২০০৩ সালের ওয়ানডে বিশ্বকাপেও হয়েছিল হিসাবের ভুল। দক্ষিণ আফ্রিকার সেই ম্যাচেও প্রতিপক্ষ ছিল এই শ্রীলঙ্কাই। সেদিন সুপার সিক্সে যেতে বৃষ্টি আইনে প্রোটিয়াদের প্রয়োজন ছিল ৪৫ ওভারে ২৩০ রান।
মার্ক বাউচার ভুল সমীকরণ মাথায় রেখে ৪৫তম ওভারের পঞ্চম বলে ছক্কা হাঁকিয়েই থেমে যান। শেষ বলটিতে ইচ্ছাকৃতভাবে ডট দেন তিনি। ফলে আক্ষেপে পুড়ে বিশ্বকাপ শেষ হয় দক্ষিণ আফ্রিকার।
এশিয়া কাপেও একই রকম ভুল করে ছিটকে গেল অফগানিস্তান। ৩৭ দশমিক ১ ওভারে হাল ছেড়ে দেন রশিদ খান। তখনও শেষ চারে যাওয়ার সুযোগ ছিল দলটির। রশিদ বা ফজলে হক ফারুকি পরবর্তী তিন বলের মধ্যে একটি ছক্কা মারলেই পূরণ হতো লক্ষ্য।
স্কোর ২৯১ হওয়ার পরও ছক্কা মারলে আফগানিস্তানের সুযোগ ছিল ৩৮ দশমিক ১ ওভার পর্যন্ত। তবে এই হিসাব ছিল না দলটির বিশ্লেষকদের কাছে। শেষ পর্যন্ত জয় তুলে নিতেও ব্যর্থ হয় দলটি।
এতে চূড়ান্ত হয়েছে সুপার ফোরের সূচি। সেখানে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ ৯ সেপ্টেম্বর, প্রতিপক্ষ শ্রীলঙ্কা। পরের দিন ভারত-পাকিস্তান মাহারণ। ১২ সেপ্টেম্বর ভারতের দ্বিতীয় ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে। ১৪ সেপ্টেম্বর পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচের পরদিন সুপার ফোরের শেষম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।
সবগুলো ম্যাচই হবে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে।
Tag: English News games lid news world
No comments: