পরীক্ষামূলকভাবে রোহিঙ্গা ফেরত নিতে মৌখিক সম্মতি মিয়ানমারের
ডিসেম্বরের আগে পরীক্ষামূলকভাবে কিছু রোহিঙ্গা ফেরত নিতে মৌখিক সম্মতি দিয়েছে মিয়ানমার। সোমবার (৪ সেপ্টেম্বর) দেশটির প্রশাসনিক রাজধানী নেইপিদোতে দুই দেশের মহাপরিচালক পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে রোহিঙ্গাদের ফেরানোর বিষয়ে মৌখিক সম্মতি জানায় মিয়ানমার। আলোচনা হয় ডিসেম্বরের মধ্যে স্বল্প পরিসরে প্রত্যাবাসন শুরুর পথে প্রতিবন্ধকতা দূর করার বিষয়ে। এছাড়া রোহিঙ্গাদের আস্থা স্থাপনের পদক্ষেপ নিয়েও কথা হয় দুই দেশের কর্মকর্তাদের মধ্যে।
এর আগে, বৈঠকে যোগ দিতে শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিয়ানমার অণু বিভাগের মহাপরিচালক মিয়া মো. মাইনুল কবিরের নেতৃত্বে একটি প্রতিনিধিদল দেশ ছাড়ে।
Tag: English News lid news national
No comments: