ভিসা নীতি পুলিশ বাহিনীর ওপর প্রভাব ফেলবে কি?
মার্কিন ভিসা নীতিতে বাংলাদেশ পুলিশ বাহিনীর ওপর কোনো প্রভাব পড়বে না এবং কাজের গতিও কমবে না বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মুখপাত্র ফারুক হোসেন।
মার্কিন ভিসা নীতিতে বাংলাদেশ পুলিশ বাহিনীর ওপর কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছে ডিএমপি। ছবি সংগৃহীত
রোববার (২৪ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘মার্কিন ভিসা নীতি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু সদস্যের ব্যাপারে অ্যাপ্লাই করা হয়েছে, তবে তারা কারা; এর কোনো তালিকা পাইনি। যদি ভিসা নীতি বলবৎ হয় তাহলে তারা হয়তো যুক্তরাষ্ট্র যেতে পারবেন না।’
ডিএমপির এ মুখপাত্র আরও বলেন, আইনের মধ্যে থেকেই কাজ করে পুলিশ বাহিনী। ভিসা নীতি দায়িত্ব পালনে কোনো ব্যাঘাত ঘটাবে না। পুলিশ বাহিনী মানবাধিকার সমুন্নত রেখেই কাজ করে, সেটাই করে যাবে। ‘নির্বাচনের সময় ইলেকশন কমিশনের নির্দেশ অনুযায়ী কাজ করবে এ বাহিনী’, বলেন পুলিশের এ কর্মকর্তা।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্র কাকে ভিসা দিবে সেটি তাদের এখতিয়ার: কামাল
উল্লেখ্য, শুক্রবার (২২ সেপ্টেম্বর) বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্ত করার জন্য দায়ী বা জড়িতদের ওপর ভিসা নিষেধাজ্ঞা কার্যকর শুরু করে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার এক বিবৃতিতে জানিয়েছেন, ভিসা নিষেধাজ্ঞায় পড়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ক্ষমতাসীন দল ও বিরোধী রাজনৈতিক দলের সদস্য। তবে ভিসানীতির আওতায় পড়া ব্যক্তিদের নাম উল্লেখ করেনি মার্কিন পররাষ্ট্র দফতর। ম্যাথু মিলারের বিবৃতি অনুযায়ী, নিষেধাজ্ঞায় পড়া ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যরা মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য অযোগ্য বলে বিবেচিত হতে পারেন। এছাড়া বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে ক্ষুণ্ন করার জন্য দায়ী বা জড়িত বলে প্রমাণিত অন্য ব্যক্তিরাও ভবিষ্যতে এই নীতির অধীনে মার্কিন ভিসার জন্য অযোগ্য বলে বিবেচিত হতে পারেন।
এর মধ্যে রয়েছেন বর্তমান ও সাবেক বাংলাদেশি কর্মকর্তা, বিরোধী ও ক্ষমতাসীন রাজনৈতিক দলের সদস্য এবং আইন প্রয়োগকারী, বিচার বিভাগ ও নিরাপত্তা পরিষেবার সদস্যরা। ভিসা নিষেধাজ্ঞার বিষয়ে এসব পদক্ষেপকে সুষ্ঠু ও অবাধ জাতীয় নির্বাচন অনুষ্ঠানে বাংলাদেশের যে লক্ষ্য রয়েছে, তার প্রতি যুক্তরাষ্ট্রের অব্যাহত প্রতিশ্রুতির প্রতিফলন বলে উল্লেখ করা হয়েছে বিবৃতিতে।
পররাষ্ট্র দফতর থেকে বিবৃতি প্রকাশের পর শুক্রবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে নয়টার দিকে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের দূতাবাস থেকেও এ বিষয়ে একটি বিবৃতি দেয়া হয়। দূতাবাসের মুখপাত্র ব্রায়ান চিলার ওই বিবৃতিতে স্টেট ডিপার্টমেন্টের ঘোষণারই পুনরাবৃত্তি করেন। চলতি বছরের ২৪ মে বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের সহায়তার লক্ষে এ ভিসানীতি ঘোষণা করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।
আরও পড়ুন: নির্বাচনে প্রতিনিধিদের নিরাপত্তা চেয়েছে জাতিসংঘ: স্বরাষ্ট্রমন্ত্রী
এর আগে ২০২১ সালের ডিসেম্বরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) ৭ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। যে সাতজনের ওপর ওই নিষেধাজ্ঞা দেয়া হয়, তাদের মধ্যে রয়েছেন পুলিশের তৎকালীন মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ। ওই নিষেধাজ্ঞার আওতায় থাকা র্যাবের তৎকালীন মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন এখন পুলিশের আইজি।
Tag: English News national
No comments: