Sponsor



Slider

দেশ - বিদেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » সোমালিয়া ট্রাক বোমায় লণ্ডভণ্ড ঘরবাড়ি-দোকান, নিহত ১৮




সোমালিয়ার মধ্যাঞ্চলের একটি শহরের তল্লাশি চৌকিতে ট্রাক বোমা বিস্ফোরণে ১৮ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ৪০ জন। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিস্ফোরণের পর ধ্বংসস্তূপে পরিণত হয় আশপাশের ঘরবাড়ি দোকানপাটসহ বহু স্থাপনা। ছবি: আল জাজিরা শনিবার (২৩ সেপ্টেম্বর) বেলেডওয়েনের ব্যস্ততম এলাকায় বিস্ফোরণে হতাহতের ওই ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন দেশটির পুলিশের এক কর্মকর্তা । আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, হঠাৎ বিস্ফোরণে কেঁপে ওঠে সোমালিয়ার মধ্যাঞ্চলের বেলেডওয়েন শহর। একটি তল্লাশি চৌকিতে ট্রাক বোমা বিস্ফোরণে পুলিশসহ হতাহত হন অনেকে। খবর পেয়ে দ্রুতই ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধার কর্মীরা। পরে আহতদের উদ্ধার করে ভর্তি করা হয় হাসপাতালে। এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করছে কর্তৃপক্ষ। প্রত্যক্ষদর্শীরা জানায়, একটি বিস্ফোরক বোঝাই ট্রাক জোরপূর্বক চেক পয়েন্টের ভেতর প্রবেশ করে। এ সময় চালককে ধাওয়া করে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এক পর্যায়ে ট্রাকটি বিস্ফোরিত হয়। এতে ধ্বংসস্তূপে পরিণত হয় আশপাশের ঘরবাড়ি দোকানপাটসহ বহু স্থাপনা। আতঙ্কে দিগবিদিক ছোটাছুটি শুরু করেন স্থানীয়রা। আরও পড়ুন: সোমালিয়ায় হোটেলে সন্ত্রাসী হামলা, নিহত ১৬ হিরশাবেলের মানবিক ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মহাপরিচালক আবদিফাতাহ মোহাম্মদ ইউসুফ জানিয়েছেন, ‘ট্রাক বোমা বিস্ফোরণে ৪০ জন আহত হয়েছেন।’ তিনি বলেন, ‘আহতদের মধ্যে ২০ জনকে বেলেডওয়েন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর বাকি ২০ জনের অবস্থা বেশ গুরুতর। উন্নত চিকিৎসার জন্য তাদের মোগাদিশুতে স্থানান্তর করার অনুরোধ করা হয়েছে।’ এই বিস্ফোরণের পেছনে কে বা কারা জড়িত সে বিষয়ে এখনো কিছুই জানায়নি কর্তৃপক্ষ। তবে ভয়াবহ এ ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে মাঠে নেমেছে স্থানীয় পুলিশ। আরও পড়ুন: সোমালিয়ায় মর্টার শেল বিস্ফোরণ, শিশুসহ নিহত ২৭ সংশ্লিষ্টদের ধারণা, এ ঘটনায় আইএস অথবা আল শাবাব জড়িত থাকতে পারে। কারণ দীর্ঘদিন ধরে দেশটিতে সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে গোষ্ঠী দুটি। এদিকে, সম্প্রতি বেলেদউইন শহরে দেশটির সামরিক বাহিনী ও আল-শাবাবের যোদ্ধাদের মাঝে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটে বলেও জানায় তারা।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply