প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে ম্যাক্রোঁর টুইট
বাংলাদেশে দুদিনের রাষ্ট্রীয় সফরকালে উষ্ণ অভ্যর্থনার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশিদের ধন্যবাদ জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ম্যাক্রোঁকে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: পিআইডি
সোমবার (১১ সেপ্টেম্বর) ঢাকা সফর শেষে এক টুইট (বর্তমান এক্স) বার্তায় এ ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি।
টুইটে ম্যাক্রোঁ লেখেন, ‘ধন্যবাদ আপনাকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেইসাথে বাংলাদেশিদের, আপনাদের উষ্ণ অভ্যর্থনার জন্য। এটি আমাদের দুই দেশের মধ্যে একটি ঐতিহাসিক ও অটুট বন্ধুত্বের গুরুত্ব বহন করে।’
এর আগে ভারতের নয়াদিল্লিতে জি-২০ সম্মেলন শেষে রোববার (১০ সেপ্টেম্বর) রাতে বাংলাদেশে দুদিনের সফরে আসেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী। এ সময় তাকে লাল গালিচা সংবর্ধনা দেয়া হয়।
আরও পড়ুন: বৃষ্টির মধ্যেই তুরাগে নৌকা ভ্রমণে ফরাসি প্রেসিডেন্ট
১৯৯০ সালে তৎকালীন ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া মিতেরাঁর পর এটি বাংলাদেশে কোনো ফরাসি প্রেসিডেন্টের প্রথম সফর।
সোমবার (১১ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা ত্যাগ করেন ম্যাক্রোঁ।
Tag: English News national
No comments: