Sponsor



Slider

দেশ - বিদেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » রেড ওয়াইনের বন্যায় ভেসে গেল পর্তুগালের ছোট্ট শহর সাও




রেড ওয়াইনের বন্যায় ভেসে গেল শহর পর্তুগালের ছোট্ট শহর সাও লরেঙ্কো দে বাইরো। গত রোববার হঠাতই শহরের একটি রাস্তায় লাল রঙের পানির স্রোত দেখা যায়। যা দেখে বেশ ভয় পেয়ে যায় বাসিন্দারা। কিন্তু পরক্ষণেই জানা যায়, এই লাল পানি আসলে রেড ওয়াইন। শহরের একটি মদের কারখানায় বিস্ফোরণের পর যা ছড়িয়ে পড়ে। পর্তুগালের ছোট্ট শহর সাও লরেঙ্কো দে বাইরোয় একটি মদের কারখানায় বিস্ফোরণের পর রেড ওয়াইন ছড়িয়ে পড়ে। ছবি: সংগৃহীত নাইন নিউজের এক প্রতিবেদন

মতে, স্থানীয় একটি মদের কারখানার দুটি ট্যাংক বিস্ফোরিত হয়েছে। বিস্ফোরণে অন্তত ২২ লাখ লিটার রেড ওয়াইন রাস্তায় ছড়িয়ে পড়ে। যা শহরের রাস্তাসহ কিছু এলাকায় রীতিমতো বন্যার সৃষ্টি করে। প্রতিবেদন মতে, দুর্ঘটনার পর পরিবেশগত সতর্কতা জারি করে শহর কর্তপক্ষ। শহরটিতে ২ হাজারের বেশি মানুষের বাস। রেড ওয়াইনে কারখানার পাশের একটি বাড়ির নিচতলা প্লাবিত হয়েছে। এজন্য ক্ষমতা প্রার্থনা করেছে লেভিরা ডিস্টিলারি নামের একটি মদ কোম্পানি কর্তৃপক্ষ। আরও পড়ুন: প্রযুক্তিগত ত্রুটি /১৬৭ আরোহী নিয়ে মাঠে নামল রুশ বিমান এ ঘটনার বেশ কিছু ছবি ও ভিডিও অনলাইনে প্রকাশিত হয়েছে। তাতে দেখা যায়, লাল রঙের পানির প্রবাহ শহরের একটি ঢালু সড়ক বেয়ে নেমে যাচ্ছে। খবরে আরও বলা হয়, শহরের কাছাকাছি একটি নদী যাতে দূষিত না হয়, সেজন্য স্থানীয় ফায়ার সার্ভিস রেড ওয়াইনের স্রোতটিকে অন্যদিকে সরিয়ে নেয়। এটি তখন কাছাকাছি একটি মাঠের দিকে প্রবাহিত হয়। আরও পড়ুন: রাশিয়ায় পৌঁছেছেন কিম: ইয়োনহ্যাপ এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সোমবার (১১ সেপ্টেম্বর) ফেসবুকে পোস্ট করা এক বিবৃতিতে লেভিরা ডিস্টিলারি জানিয়েছে, 'ঘটনাটির জন্য আমরা গভীরভাবে দুঃখিত' এবং কর্তৃপক্ষের মাধ্যমে ওই ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply