Sponsor



Slider

দেশ - বিদেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » জাতিসংঘের বিপুল সংস্কার প্রয়োজন : জার্মান পররাষ্ট্রমন্ত্রী




জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক। এএফপির ফাইল ছবি জাতিসংঘের কাজে গতি আনার জন্য এর সংস্কার প্রয়োজন বলে দাবি করেছেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে এক সভায় মঞ্চটির আমূল পরিবর্তনের বিষয়ে দ্রুত আলোচনার প্রস্তাব দেন তিনি। জার্মান পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জাতিসংঘের সংস্কার প্রয়োজন। ২০২৪ সালের সেপ্টেম্বরে জাতিসংঘের ভবিষ্যৎ সংস্কার নিয়ে একটি বৈঠকের সিদ্ধান্ত হয়েছে।’ আনালেনা বেয়ারবক বলেন, ‘এ বিষয়ে জাতিসংঘের প্রধান অ্যান্তোনিও গুতেরেসের সঙ্গে কথা হয়েছে। আগামী বছরের সেপ্টেম্বরে এ বিষয়ে আলোচনায় তিনি সম্মত হয়েছেন।’ জি-৪ এর দেশগুলোর সঙ্গে একটি বৈঠকে যোগ দিয়েছিলেন বেয়ারবক। ভারত, ব্রাজিল, জার্মানি ও জাপান এই জোটের সদস্য। দেশগুলো জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হতে চায়। এজন্য একে অপরকে সাহায্যও করে এসব দেশ। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) এ বৈঠকে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদের বিষয়ে নিজেদের মধ্যে আলোচনা হয়েছে দেশগুলোর প্রতিনিধিদের। চীনের হুমকি তাইওয়ান নিয়ে ফের কার্যত হুমকি দিয়েছে চীন। জাতিসংঘের অধিবেশনে যোগ দিয়েছেন চীনের ভাইস প্রেসিডেন্ট হান জেং। তিনি বলেন, ‘তাইওয়ান নিয়ে চীনের ভাবাবেগকে ছোট করে দেখলে ভুল হবে।’ চীন এখনও তাইওয়ানকে নিজের দেশের সঙ্গে জুড়ে নিতে চায়। হান জেং বলেন, ‘বলপ্রয়োগ করে নয়, বেইজিং চায় শান্তিপূর্ণ প্রক্রিয়ায় তাইওয়ানকে মূল দেশের সঙ্গে যুক্ত করতে। সে আলোচনা চলছে।’ চীনের ভাইস প্রেসিডেন্ট বলেন, ‘চীনের সার্বভৌমত্ব, অখণ্ডতা নিয়ে দেশের মানুষের ভাবাবেগ সাংঘাতিক। তা নিয়ে প্রশ্ন তুললে ভুল হবে।’ ‘সুদানের যুদ্ধ থামবে না’ সুদানের সেনাপ্রধান জেনারেল আবদেল ফাতাহ আল-বুরহান এই সভায় যোগ দিয়েছেন। জাতিসংঘকে তিনি বলেন, ‘আপাতত সুদানের লড়াই শেষ হবে না।’ আধা সামরিক বাহিনীর প্রধানকে সরাসরি আক্রমণ করে আবদেল ফাতাহ আল-বুরহান বলেন, দেশের সেনার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছেন তিনি। ফলে তারা না থামলে সেনার পক্ষেও যুদ্ধ থামানো সম্ভব নয়। ২০২১ সালে বিদ্রোহের মাধ্যমেই ক্ষমতায় এসেছিলেন বুরহান। সম্প্রতি তার বিরুদ্ধে অভ্যুত্থান ঘোষণা করেছে আধা সামরিক সেনার প্রধান। জাতিসংঘে বুরহান বার বার বলেন, ‘বিদ্রোহীদের বাইরে থেকে সমর্থন করা হচ্ছে।’ যদিও কোন দেশের দিকে তিনি আঙুল তুলছেন, তা স্পষ্ট করেননি তিনি। তবে ওয়াগনার সেনার নাম প্রকাশ্যে বলেছেন।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply