ফিফটির পর সাকিবের বিদায়, ৫ উইকেট নেই বাংলাদেশের
আগের দুই ম্যাচে সুবিধা করতে পারেননি সাকিব। তবে আজ উইকেটে এসে শুরু থেকেই সাবলীল ব্যাটিং করেছেন। রান তুলেছেন বলের সঙ্গে পাল্লা দিয়ে। ৫৩ বলে তুলে নিয়েছেন ব্যক্তিগত হাফ সেঞ্চুরি। তবে হাফ সেঞ্চুরি তুলে আর বেশি দূর এগোতে পারলেন না সাকিব।
গুগল নিউজে ফলো করুন আরটিভি অনলাইন
৩০তম ওভারের প্রথম বলে ফাহিম আশরাফকে উড়িয়ে মারতে গিয়ে সীমানার কাছে ফখর জামানের হাতে ধরা পড়েন তিনি। তাতে ভেঙেছে ১০০ রানের পঞ্চম উইকেট জুটি। সাজঘরে ফেরার আগে বাংলাদেশ অধিনায়কের ব্যাট থেকে এসেছে ৫৭ বলে ৫৩ রান।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত স্কোরবোর্ডে বাংলাদেশের সংগ্রহ ২৯.১ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৪৭ রান। মুশফিকুর রহিম ৭০ বলে ৪৮ রানে ব্যাট করছেন। তাকে সঙ্গ দিতে এসেছেন নতুন ব্যাটার শামীম পাটওয়ারী।
Tag: English News politics
No comments: