Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » » চাঁদের পথে এবার জাপানের মহাকাশযান ‘স্লিম’




ভারতীয় চন্দ্রযানের সফল অবতরণের পর এবার চাঁদের উদ্দেশে যাত্রা শুরু করেছে জাপানের মহাকাশযান ‘স্লিম’। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) নিজেদের তৈরি এইচ-আইআইএ রকেটে চড়ে পৃথিবীর একমাত্র উপগ্রহের দিকে যাত্রা শুরু করেছে জাপানি মহাকাশযান ‘স্লিম’। ছবি: রয়টার্স বার্তা সংস্থা রয়টার্স জানায়, বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) নিজেদের তৈরি এইচ-আইআইএ রকেটে চড়ে পৃথিবীর একমাত্র উপগ্রহের দিকে যাত্রা শুরু করেছে জাপানি মহাকাশযান ‘স্লিম’। এ অভিযান সফল হলে চন্দ্রজয় করা পঞ্চম দেশ হবে জাপান। জাপান অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি (জাক্সা) জানায়, পরিকল্পনা অনুযায়ী রকেটটি দক্ষিণ জাপানের তানেগাশিমা স্পেস সেন্টার থেকে উড্ডয়ন করে। এটি সফলভাবে স্মার্ট ল্যান্ডার ফর ইনভেস্টিগেটিং মুন (স্লিম)-কে উন্মুক্ত করেছে। আরও পড়ুন: আধিপত্যের লড়াই /ভূ-রাজনীতি ছেড়ে প্রতিযোগিতার নতুন ময়দান এখন মহাকাশ এর আগে, প্রতিকূল আবহাওয়ার কারণে গত মাসে তিন দফায় ‘স্লিম’-এর মহাকাশযাত্রা স্থগিত করা হয়। চন্দ্রপৃষ্ঠে লক্ষ্যস্থলের ১০০ মিটারের মধ্যে ‘মুন স্নাইপার’ ল্যান্ডারকে অবতরণ করাতে চায় জাপান। এছাড়া আগামী ফেব্রুয়ারির মধ্যে মহাকাশযানটি চাঁদে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। এ প্রকল্পে জাপানের খরচ হচ্ছে প্রায় ১০ কোটি মার্কিন ডলার। আরও পড়ুন: চন্দ্রযান-৪ এর প্রস্তুতি শুরু ইসরোর ভারতের চন্দ্রযান-৩ সফলভাবে চাঁদে অবতরণের মাত্র দুসপ্তাহ পরই চন্দ্রাভিযান শুরু করলো জাপান।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply