পুতিনের গাড়িতে কিম, বসলেন পাশাপাশি
উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের গাড়ীপ্রীতির কথা সবাই জানে। এবার ভ্লাদিমির পুতিনের আহ্বানে রাশিয়ার তৈরি ‘লিমোজিন’ গাড়িতে চড়লেন কিম। খবর ডেইলি মেইলের।
বেশ আগ্রহ নিয়েই রুশ প্রেসিডেন্টের বিলাসবহুল গাড়ি দেখলেন কিম। গাড়ির মডেল ও অন্যান্য বিষয় নিয়ে দু’জন গল্পও করেন কিছুক্ষণ। এরপর তাকে পেছনের প্রশস্ত সিটে বসার আমন্ত্রণ জানান পুতিন। নিজেও গিয়ে বসেন পাশেই।
গাড়ির প্রতি বরাবরই বিশেষ অনুরাগ রয়েছে কিম জং উনের। বিভিন্ন সময় নানা ব্র্যান্ডের বিলাসবহুল গাড়িতে চলাচল করতে দেখা যায় তাকে। সংগ্রহে আছে মার্সিডিজের বিভিন্ন মডেল, লেক্সাস স্পোর্টস কার, রোলস রয়েস ফ্যান্টম-র মতো নামীদামী ব্র্যান্ডের গাড়ি।
২০১৮ সালে সিঙ্গাপুরের সম্মেলনের বিরতিতে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-ও নিজের প্রেসিডেন্সিয়াল লিমোজিন-‘দ্য বিস্ট’-এ ওঠার আহ্বান জানিয়েছিলেন কিমকে। যদিও তাতে সাড়া দেননি উত্তর কোরীয় নেতা।
Tag: English News lid news world
No comments: