রাশিয়া সফর শেষে পিয়ংইয়ংয়ের পথে কিম জং উন
ভ্লাদিভস্তোকের একটি সামরিক প্রদর্শনীতে কিম জং উন। ছবি: রয়টার্স
রাশিয়া সফর শেষ করেছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। পাঁচ দিন পর মিত্র দেশ থেকে পিয়ংইয়ংয়ের পথে রওনা হলেন তিনি। খবর রয়টার্সের।
রোববার (১৭ সেপ্টেম্বর) ভ্লাদিভস্তোকের একটি সামরিক প্রদর্শনীতে যোগ দেন তিনি। সেখানে তাকে বিশেষ বুলেটপ্রুফ জ্যাকেট উপহার দেন স্থানীয় গভর্নর। জানানো হয়, থার্মাল ক্যামেরায় শনাক্ত হবে না এই পোশাক। তাছাড়া, পাঁচটি কামিকাজে ড্রোন এবং একটি পর্যবেক্ষক ড্রোন ‘গেরান-টোয়েন্টি ফাইভ’ দেয়া হয় উপহার।
কিম জং উনকে বিদায় জানানোর একটি ভিডিও সম্প্রচার করেছে রুশ সংবাদ সংস্থা আরআইএ। রাষ্ট্রীয় সামরিক কুচকাওয়াজের মাধ্যমে তাকে জানানো হয় বিদায়।
গত মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) নিজস্ব ট্রেনে রাশিয়ায় পৌঁছান উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। প্রেসিডেন্ট পুতিনের সাথে সাক্ষাতে দেন সামরিক সহযোগিতার আশ্বাস। পরে সফরের সময়সূচি বৃদ্ধি করেন।
Tag: English News lid news world
No comments: