ফের অসুস্থ সনিয়া, ভর্তি করা হল দিল্লির হাসপাতালে
সংবাদ সংস্থা ANI সূত্রের খবর, চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন সনিয়া । তবে, আপাতত স্থিতিশীল রয়েছেন।
নয়াদিল্লি : ফের অসুস্থ সনিয়া গাঁধী (Sonia Gandhi)। দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হয়েছে কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপার্সনকে (Congress Parliamentary Party Chairperson)। তাঁর মৃদু জ্বর রয়েছে। সংবাদ সংস্থা ANI সূত্রের খবর, চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন সনিয়া । তবে, আপাতত স্থিতিশীল রয়েছেন।
এর আগে চলতি বছরেই দু'বার হাসপাতালে ভর্তি করতে হয়েছিল কংগ্রেস নেত্রীকে। ১২ জানুয়ারি তাঁকে স্যার গঙ্গারাম হাসপাতালেই ভর্তি করা হয়েছিল। সেবার তাঁর শ্বাসযন্ত্রে ভাইরাল সংক্রমণ হয়েছিল। ১৭ জানুয়ারি তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। একই হাসপাতালে তাঁকে ২ মার্চ ভর্তি করা হয়েছিল। সেবারও তাঁর জ্বর ছিল গায়ে।
গত জুলাই মাসে সনিয়াকে অক্সিজেন মাস্ক পরিহিত একটি ছবিতে দেখা যায়। বেঙ্গালুরুতে বিরোধী শিবিরের বৈঠক সেরে যখন ফিরছেন, বিমানে এমন অবস্থাতেই বসে ছিলেন কংগ্রেস সাংসদ সনিয়া গাঁধী (Sonia Gandhi)। গায়ে জড়ানো ছিল শাল। ছেলে রাহুল গাঁধী সেই ছবি সামনে আনতেই কংগ্রেস নেত্রীকে ফোন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। খবর নেন তাঁর স্বাস্থ্যের। বেঙ্গালুরু থেকে যান্ত্রিক গোলযোগের জন্য় জরুরি অবতরণ হয় সনিয়া-রহুলের বিমানের। সে ব্যাপারেও খোঁজ নেন মোদি (Narendra Modi)।
গত বছর করোনায় আক্রান্ত হন সনিয়া। তার পর থেকে শারীরিক সমস্যায় ভুগছেন তিনি। কয়েক মাস আগে ঘাড়ের চিকিৎসায় বিদেশ গিয়েছিলেন তিনি। তবে, অসুস্থতা সত্ত্বেও কর্ণাটকের মাণ্ড্যতে কংগ্রেসের ভারত জোড়ো যাত্রায় যোগ দেন। সেখানে রাহুলের আপত্তি সত্ত্বেও মিছিলে হাঁটেন তিনি। তাতে জুতোর ফিতে খুলে গেলে মাটিতে বসে তা বেঁধেও দিতে দেখা যায় রাহুলকে। হাঁটার মুহূর্তে সনিয়া হাঁফিয়েও যাচ্ছিলেন বলে জানা যায়। পরে তাঁকে ধরে গাড়িতে তুলে দেন রাহুল। এর পর মোদি-পদবী বিতর্কে সরকারি বাংলো ছাড়তে হলে সনিয়ার বাসভবনেই গিয়ে ওঠেন রাহুল। বেঙ্গালুরুতে বিজেপি বিরোধী দলগুলির অধিবেশনে সনিয়ার উপস্থিতি তাই খবরের শিরোনামে জায়গা পেয়েছিল। বৈঠকের আগের দিন সকলের জন্য বিশেষ নৈশভোজের আয়োজন করেন সনিয়া। বৈঠক সম্পন্ন হলে, তবেই রওনা দেন দিল্লির উদ্দেশে।
ফের আবার রাজনীতিতে সক্রিয় হয়ে উঠেছেন তিনি। আগামী লোকসভা নির্বাচনে বিজেপিকে রুখতে বিরোধী শিবিরকে এককাট্টা করার কাজে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।
Tag: English News lid news others world
No comments: