ইরানে কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, ৬ শ্রমিক নিহত
ইরানের উত্তরাঞ্চলে একটি কয়লা খনিতে বিস্ফোরণে ছয়জন শ্রমিক নিহত হয়েছেন। সোমবার (৪ সেপ্টেম্বর) দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এনডিটিভি এই খবর জানিয়েছে।
কয়লা খনিতে বিস্ফোরণের পর সেখানে ছয়জন শ্রমিক আটকা পড়েন। তাদের জীবিত উদ্ধারের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। পরে ওই ছয় শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। (ফাইল ছবি)
কয়লা খনিতে বিস্ফোরণের পর সেখানে ছয়জন শ্রমিক আটকা পড়েন। তাদের জীবিত উদ্ধারের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। পরে ওই ছয় শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। (ফাইল ছবি)
প্রতিবেদনে বলা হয়, রোববার (৩ সেপ্টেম্বর) দেশটির উত্তরাঞ্চলের দামঘান শহরে একটি কয়লা খনির ৪০০ মিটার গভীরে থাকা টানেলে বিস্ফোরণ হয়। তবে কী কারণে এই বিস্ফোরণ ঘটেছে তা এখনো জানা যায়নি।
কয়লার খনিতে যখন বিস্ফোরণ হয় তখন সেখানে ছয়জন শ্রমিক আটকা পড়েন। তাদের সেখান থেকে জীবিত উদ্ধারের চেষ্টা করা হয়। কিন্তু তা সম্ভব হয়নি। পরদিন সোমবার সকালে ওই ছয় শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়।
আরও পড়ুন: চীনে কয়লা খনিতে বিস্ফোরণ, ১১ জনের মৃত্যু
স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, অন্যান্য শ্রমিকরা ধ্বংসস্তুপের ভেতর থেকে তাদের সহকর্মীদের মৃতদেহ বের করে আনছেন।
এর আগে, ২০২১ সালের মে মাসে ওই কয়লা খনিতে ধ্বসের ঘটনায় দুই শ্রমিক নিহত হন। এছাড়াও ২০১৭ সালে ইরানের দক্ষিণাঞ্চলের একটি শহরে কয়লার খনিতে বিষ্ফোরণে ৪৩ জন শ্রমিক নিহত হন।
Tag: English News lid news others world
No comments: