বিশ্বের যেসব দেশের নাম পরিবর্তন হয়েছে আগেও
দেশের নাম পরিবর্তন ইস্যুতে ভারতে শুরু হয়েছে তুমুল বিতর্ক। অভিযোগ উঠেছে, ইংরেজি ‘ইন্ডিয়া’ বাদ দিয়ে দেশের নাম ‘ভারত’ করতে চায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিজেপি। তবে জেনে রাখা ভালো, অতীতে বেশ কিছু দেশ নাম পরিবর্তন করেছে। আর এর পেছনে রয়েছে ঐতিহাসিক, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিকসহ নানা প্রেক্ষাপট।
দেশের নাম পরিবর্তন ইস্যু নিয়ে ভারতজুড়ে চলছে আলোচনা। তবে দেশের নাম বদলের ইতিহাস নতুন কিছু নয়। অতীতেও বিশ্বের অনেক দেশ তাদের পুরনো নাম পরিবর্তন করে নতুন নাম নিয়েছে। ছবি: সংগৃহীত
দেশের নাম পরিবর্তন ইস্যু নিয়ে ভারতজুড়ে চলছে আলোচনা। তবে দেশের নাম বদলের ইতিহাস নতুন কিছু নয়। অতীতেও বিশ্বের অনেক দেশ তাদের পুরনো নাম পরিবর্তন করে নতুন নাম নিয়েছে। ছবি: সংগৃহীত
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে জানিয়েছে, আগামী ৯ ও ১০ সেপ্টেম্বর ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হচ্ছে জি-২০ সম্মেলন। ৯ সেপ্টেম্বর বিশ্বনেতাদের নৈশভোজের আমন্ত্রণ জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। কিন্তু আমন্ত্রণপত্রে ‘প্রেসিডেন্ট অব ইন্ডিয়া’র বদলে লেখা হয়েছে ‘প্রেসিডেন্ট অব ভারত’। একইভাবে মোদির সফর সংক্রান্ত এক নোটে লেখা হয়েছে ‘প্রাইম মিনিস্টার অব ভারত’।
দেশের ইংরেজি নাম পাল্টে ‘ইন্ডিয়া’র জায়গায় ‘ভারত’ করা হবে কিনা, এ নিয়ে চলছে তুমুল বিতর্ক। আগামী ১৮ সেপ্টেম্বর থেকে সংসদের বিশেষ অধিবেশন শুরু হওয়ার কথা রয়েছে ভারতে। অনেকে মনে করছেন, ওই অধিবেশনে দেশের নাম ‘ইন্ডিয়া’ থেকে বদলে ‘ভারত’ করার প্রস্তাব আনতে পারে মোদি সরকার।
আরও পড়ুন: দেশের ইন্ডিয়া নাম বাদ দিচ্ছে মোদি সরকার?
তবে দেশের নাম বদলের ইতিহাস নতুন কিছু নয়। অতীতেও বিশ্বের অনেক দেশ তাদের পুরনো নাম পরিবর্তন করে নতুন নাম নিয়েছে। তার মধ্যে অন্যতম হলো:
নেদারল্যান্ডস
আগে নাম ছিল হল্যান্ড। ২০২০ সালে নাম পরিবর্তন করে রাখা হয় নেদারল্যান্ডস। নাম পরিবর্তনের পর দেশটির সরকার জানিয়েছিল, বিশ্বের কাছে দেশের ভাবমূর্তি বদলাতেই এই পদক্ষেপ।
নেদারল্যান্ড সরকার আরও জানায়, মাদকের রমরমা এবং দেহব্যবসার কারণে ইউরোপের এই দেশের বেশ বদনাম হয়েছিল। নেতিবাচক ভাবমূর্তি গড়ে উঠেছিল। সেই ভাবমূর্তি পরিবর্তনের কারণেই নাম বদলের ভাবনা।
চেকিয়া
চলতি বছরের শুরুতে চেক রিপাবলিকের নাম পরিবর্তন করে চেকিয়া করা হয়েছে। ২০১৬ সাল থেকে এই দুই নামেই পরিচিত ছিল দেশটি। তবে এখন থেকে শুধু চেকিয়া নামেই পরিচিত হবে।
চেকিয়া সরকার জানায়, খেলোয়াড়দের জার্সিতে এত বড় নাম লিখতে সমস্যা দেখা দিত। দেশে তৈরি পণ্যের গায়েও এত বড় নাম লিখতে অসুবিধা হচ্ছিল সংস্থাগুলোর। সেই কারণে নামবদল।
মিয়ানমার
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ বার্মা বর্তমানে মিয়ানমার নামে পরিচিত। ১৯৮৯ সালে ক্ষমতাসীন জান্তা সরকার এই নাম রাখে। পরিবর্তনটি ব্যাপক আন্তর্জাতিক বিতর্ক এবং বিরোধিতার সম্মুখীন হয়েছিল। কারণ নামটি বিবেচিত হয়েছিল ক্ষমতাকে বৈধ করার প্রচেষ্টা হিসেবে।
আরও পড়ুন: মোদির সফরের নোটেও এবার ‘ভারত’ প্রসঙ্গ, বিতর্ক তুঙ্গে
শ্রীলঙ্কা
ব্রিটিশ শাসন থেকে মুক্ত হওয়ার পর ১৯৭২ সালে সিলন আনুষ্ঠানিকভাবে নাম পরিবর্তন করে শ্রীলঙ্কা হয়। তবে ২০১১ সাল পর্যন্ত সরকারের বিভিন্ন নথিতে কখনও কখনও সিলন নামটি ব্যবহার করা হয়েছে। এরপর সরকারি নথিপত্রেও সিলন নামটির ব্যবহার নিষিদ্ধ হয়।
কম্বোডিয়া
আগে নাম ছিল কাম্পুচিয়া। তার ইংরেজি অনুকরণ হলো কম্বোডিয়া। ১৯৭৬ সালে দেশটির কমিউনিস্ট শাসকরা দেশকে কাম্পুচিয়া বলে অভিহিত করতেন। কমিউনিস্ট শাসনের অবসান হওয়ার পর নাম বদলে সরকারিভাবে কম্বোডিয়া রাখা হয়।
রিপাবলিক অব নর্থ ম্যাসিডোনিয়া
২০১৯ সালে দক্ষিণ-পূর্ব ইউরোপের দেশ রিপাবলিক অব ম্যাসিডোনিয়ার নাম বদলে রাখা হয় রিপাবলিক অব নর্থ ম্যাসিডোনিয়া। যদিও সরকার জানায়, দেশের মানুষেরা ‘ম্যাসিডোনিয়ান’ হিসেবেই পরিচিত হবেন।
ইরান
আগে পারস্য (পার্সিয়া) নামে পরিচিত ছিল ইরান। ১৯৩৫ সালে সম্রাট রেজা শাহ ক্ষমতায় আসার পর দেশের নাম পরিবর্তন করে ইরান রাখা হয়।
No comments: