লিবিয়ায় আটকেপড়া ১৫১ বাংলাদেশি দেশে ফিরলেন
লিবিয়ার বেনগাজি শহরের গানফুদা ডিটেনশন সেন্টারে আটকসহ সেখানে বিপদগ্রস্ত ১৫১ বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন।
১৫১ জনকে বহনকারী বিমানটি মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) ভোরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ফাইল ছবি
তাদেরকে বহনকারী বিমানটি মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) ভোর ৫টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দর সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
তারা বেনগাজীর গানফুদায় একটি আশ্রয়কেন্দ্রে অবস্থান করছিলেন বলে জানা গেছে।
আরও পড়ুন: লিবিয়ার ডিটেনশন ক্যাম্প থেকে ফিরলেন ১৩১ বাংলাদেশি
এর আগে সোমবার (৪ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অভিবাসন সংস্থা, আইওএম’র সহযোগিতায় তাদের দেশে পাঠানো হয়।
দেশটিতে দায়িত্বরত রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ খায়রুল বাশার প্রত্যাবাসনকৃত অভিবাসীদের সাথে বেনগাজীর বেনিনা বিমানবন্দরে সাক্ষাৎ করে তাদের বিদায় জানান।
গত ৩১ জুলাই লিবিয়ার রাজধানী ত্রিপলী থেকে ডিটেনশন সেন্টারে আটক ১৩১ জন বাংলাদেশিকে মুক্ত করে আইওএম’র সহযোগিতায় দেশে পাঠানো হয়।
Tag: English News lid news national
No comments: