বিজ্ঞাপন দিয়ে প্রেমিকের খোঁজ, একদিনে ৩ হাজার আবেদন জমা!
প্রেমিক হতে চাইলে জমা দিতে হবে আবেদন- সম্প্রতি এমনই আজব দাবি তুলেছেন এক তরুণী। এর আগে কখনও প্রেমে পড়েননি ২৩ বছর বয়সী ডাচ তরুণী ভেরা ডিজকম্যানস। তবে এবার সঙ্গীর খোঁজে বিজ্ঞপ্তি দিয়েছেন তিনি। ডিজকম্যানসের প্রেমিক হতে হলে তাকে নির্ধারিত আবেদন ফরম পূরণ করে পাঠাতে হবে।
বর্তমানে লন্ডনে বসবাস করলেও নেদারল্যান্ডসের ইন্টারনেট ইনফ্লুয়েন্সারদের মধ্যে পরিচিত মুখ ভেরা ডিজকম্যানস। সম্প্রতি সামাজিক মাধ্যমে নিজের এই প্রেমিক খোঁজার বিষয়টি অনুরাগীদের সঙ্গে শেয়ার করেন তিনি। ছবি: সংগৃহীত
বর্তমানে লন্ডনে বসবাস করলেও নেদারল্যান্ডসের ইন্টারনেট ইনফ্লুয়েন্সারদের মধ্যে পরিচিত মুখ ভেরা ডিজকম্যানস। সম্প্রতি সামাজিক মাধ্যমে নিজের এই প্রেমিক খোঁজার বিষয়টি অনুরাগীদের সঙ্গে শেয়ার করেন তিনি। ছবি: সংগৃহীত
মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট জানিয়েছে, প্রেমিক চেয়ে বিজ্ঞপ্তি দেয়ার ২৪ ঘণ্টার মধ্যেই ভেরা ডিজকম্যানসের প্রেমিক হওয়ার জন্য আবেদন জমা পড়েছে প্রায় ৩ হাজার। গেল ১ সেপ্টেম্বর প্রতিবেদনটি প্রকাশ করা হয়।
এতে বলা হয়, বর্তমানে লন্ডনে বসবাস করলেও নেদারল্যান্ডসের ইন্টারনেট ইনফ্লুয়েন্সারদের মধ্যে পরিচিত মুখ ভেরা। সম্প্রতি সামাজিক মাধ্যমে নিজের এই প্রেমিক খোঁজার বিষয়টি অনুরাগীদের সঙ্গে শেয়ার করেন তিনি।
সামাজিক মাধ্যম থেকে প্রতি মাসে প্রায় সাড়ে ৩ লাখ ডলার আয় করেন ভেরা ডিজকম্যানস। ছবি: সংগৃহীত
তবে ভালোবাসা খুঁজে পেতে আবেদনের প্রয়োজন কেন হচ্ছে, তা নিয়ে কৌতুহলী অনেকে। ভেরা বলেছেন, ‘বুদ্ধিটা একটু আজব হলেও তরুণদের কাছ থেকে আমি ভালোই সাড়া পেয়েছি। ২৪ ঘণ্টায় ৩০০০টিরও বেশি আবেদন জমা পড়েছে। ২০২৩ সালে এসে একজন ভালো প্রেমিক খুঁজে পাওয়া মোটেই সহজ কাজ না। ছেলেদের ভালোভাবে বোঝার জন্যই আমি আবেদন নেয়ার প্রক্রিয়াটি শুরু করেছি।’
জানা গেছে, সামাজিক মাধ্যম থেকে প্রতি মাসে প্রায় সাড়ে ৩ লাখ ডলার আয় করেন ভেরা ডিজকম্যানস।
তিনি আবেদনপত্রের মাধ্যমে প্রেমিক হতে আগ্রহী তরুণদের কাছ থেকে তাদের নাম, ঠিকানা, বয়স, রাশি জানতে চেয়েছেন। এছাড়াও, আগে কোনো সম্পর্ক ছিল কি না, তিনি কী কাজ করেন— এসব তথ্যও জানতে চেয়েছেন ভেরা।
Tag: English News lid news others world
No comments: