Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » অর্ধকোটির অডি হাঁকিয়ে লালশাক বিক্রি, সেই কৃষকই ‘রোল মডেল’




শাকসবজি আনেন অটোরিকশায় করে, এরপর তা বিক্রি করেন সড়কের পাশে দাঁড়িয়ে- সাধারণ একজন কৃষকের ক্ষেত্রে এ পর্যন্ত সব স্বাভাবিকই বলা যায়। কিন্তু শাকসবজি বিক্রির জন্য সেই কৃষক যদি দামি গাড়িতে করে বাজারে আসেন, তখন বিস্মিত না হয়ে উপায় কী! নিজের বিলাসবহুল অডি গাড়িতে করে বাজারে এসে লালশাক বিক্রি করেছেন কেরালার এক কৃষক। ছবি: সংগৃহীত সত্যিই সত্যিই এমন কাণ্ড ঘটিয়েছেন সুজিত এস.পি নামে ভারতের কেরালার একজন কৃষক। সম্প্রতি নিজের বিলাসবহুল অডি এ-ফোর মডেলের গাড়িতে করে বাজারে এসে লালশাক বিক্রি করেছেন তিনি, যার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। খবর এনডিটিভি’র। ইনস্টাগ্রামে সেই ভিডিও শেয়ার করেছেন সুজিত নিজেই। সোশ্যাল মিডিয়ায় তিনি ‘ভ্যারাইটি ফার্মার’ নামেও পরিচিত। শেয়ার করা আলোচিত ওই ভিডিওতে দেখা যায়, এক সহকারীকে নিয়ে খেত থেকে লালশাক তুলছেন সুজিত। এরপর তার ৪৪ লাখ রুপির অডি গাড়িতে করে আসেন বাজারে। গাড়ি থেকে বের হয়েই পাল্টে ফেলেন পোশাক, পা খুলে ফেলেন জুতা। এরপরই ভিডিওতে, সুজিত নামে ওই ব্যক্তিকে একটি অটোরিকশা থেকে লালশাক নামিয়ে তা সড়কের পাশে চাদর পেতে বিক্রি করতে দেখা যায়। বিক্রি শেষ হলে আবারও চাদর গুটিয়ে নিজের অডি গাড়িতে চেপে বসেন তিনি। আরও পড়ুন: চাঁদের দক্ষিণ মেরুতে নামেনি ভারতের চন্দ্রযান-৩, বিস্ফোরক দাবি চীনা বিজ্ঞানীর চার দিন আগে শেয়ার করা ভিডিওটি এরইমধ্যে দেখে নিয়েছেন ৮০ লাখের বেশি মানুষ, লাইক পড়েছে ৪ লাখ ৬২ হাজারের বেশি। কঠোর পরিশ্রমের মাধ্যমে সাফল্য অর্জন করায় সুজিতের প্রশংসা করেছেন নেটিজেনরা। তাকে ‘রোল মডেল’ হিসেবেও দেখছেন অনেকে। সুজিতের এই জনপ্রিয়তা নতুন নয়। কৃষিকাজের আধুনিক প্রক্রিয়া, নানা ধরনের ফসল তৈরির কৌশল, কৃষিকাজে প্রযুক্তির ব্যবহারসহ নানা বিষয় নিয়ে আলোচনা করেন কেরালার এই কৃষক। ইনস্টাগ্রামে দুই লাখের বেশি ফলোয়ার রয়েছে এই ধনী কৃষকের। সাম্প্রতিক সময়






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply