অবশেষে আটক যুক্তরাষ্ট্রের সেই জেল পলাতক দানেলো
দুই সপ্তাহজুড়ে চলা সাঁড়াশি অভিযানের পর অবশেষে আটক করা হয়েছে পেনসিলভানিয়ার জেল পলাতক দানেলো ক্যাভেলকেন্তকে। গতকাল বুধবার (১৩ সেপ্টেম্বর) পেনসিলভানিয়ার একটি জঙ্গল থেকে তাকে গ্রেফতার করে নিরাপত্তা বাহিনীর একটি দল। খবর বিবিসির।
২০২১ সালে প্রাক্তন বান্ধবীকে তার দুই সন্তানের সামনে হত্যা করার অপরাধে জেলে পাঠানো হয় দানেলোকে। ওই অপরাধে গত মাসে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল তাকে। গত ৩১ আগস্ট ফিলাডেলফিয়ার চেস্টার কাউন্টি কারাগার থেকে পালিয়ে যায় ৩৪ বছর বয়সী ভয়ংকর এই খুনী। এ ঘটনায় তোলপাড় শুরু হয় পুরো রাজ্যজুড়ে।
এরপরই দানেলোর খোঁজে শুরু হয় সাঁড়াশি অভিযান। জারি করা হয় সতর্কতা। কর্তৃপক্ষ জানায়, পালানোর পর নিজের চেহারা বদলে ফেলেছিলো ওই সন্ত্রাসী। চুল-দাঁড়ি কেটে, জামা-কাপড় পাল্টে, ভিন্ন চেহারায় শহরের বিভিন্ন জায়গায় একাধিকবার দেখা যায় তাকে। যা ধরা পড়ে সিসিটিভি ফুটেজে।
পুলিশ জানায়, একটি সাদা ফোর্ড ভ্যান ব্যবহার করে বিভিন্ন এলাকায় পালিয়ে বেড়ায় দানেলো। চুরি করে একটি রাইফেলও।
তাকে ধরতে পেনসিলভানিয়ার বাকটাউনের আশপাশের বনাঞ্চলগুলোয় অবরোধ করে নিরাপত্তা বাহিনী। পুলিশের পাশাপাশি অভিযানে নামে সোয়াট। মোতায়েন করা হয় সাঁজোয়া যান। দানেলোকে ধরিয়ে দিলে ২০ হাজার ডলার পুরস্কার ঘোষণাও করা হয়। নানা নাটকীয়তার পর অবশেষে তাকে আটক করে নিরাপত্তা বাহিনী। জানানো হয় আরেক রাজ্যে পালানোর চেষ্টা করছিলো দানেলো।
পেনসিলভানিয়া পুলিশের মুখপাত্র জর্জ বিভান বলেন, জঙ্গলের ভেতরে তার অবস্থান আমরা টের পাই। আমাদের প্রশিক্ষিত কুকুর তার অবস্থান নিশ্চিত করে। এরপরই আমরা পুরো এলাকা ঘিরে ফেলি। তারপর তাকে আটক করতে সমর্থ হই। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
Tag: English News lid news others world
No comments: