Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » নিহতের সংখ্যা বেড়ে আট, নতুন করে হিংসা ছড়ানোয় উদ্বিগ্ন মণিপুরের মুখ্যমন্ত্রী বীরেন




নিহতের সংখ্যা বেড়ে আট, নতুন করে হিংসা ছড়ানোয় উদ্বিগ্ন মণিপুরের মুখ্যমন্ত্রী বীরেন বুধবার ভোররাত থেকে নতুন করে শুরু হওয়া গোষ্ঠীহিংসায় এখনও পর্যন্ত মণিপুরের চূড়াচাঁদপুর এবং বিষ্ণুপুর জেলায় আট জন নিহত হয়েছেন। গুরুতর আহতে সংখ্য়া ১৮।

নতুন শুরু হওয়া গোষ্ঠীহিংসায় গত ৭২ ঘণ্টায় আট জনের মৃত্যু হয়েছে মণিপুরে। গুরুতর আহতের সংখ্যা ১৮। চূড়াচাঁদপুর এবং বিষ্ণুপুরের মতো অশান্ত জেলাগুলিতে নতুন করে নিরাপত্তা নজরদারি বাড়ানো হলেও হিংসায় ছেদ পড়েনি বলে অভিযোগ। সশস্ত্র মেইতেই এবং কুকিদের গুলির লড়াইয়ের খবর মিলেছে শুক্রবার সকালেও। ADVERTISEMENT বুধবার ভোররাতে দুই জেলার সীমানাবর্তী খৈরেন্টক এলাকায় মেইতেই এবং কুকি জনগোষ্ঠীর গুলির লড়াই বাধে। তাতে দু’জনের মৃত্যু হয়। অভিযোগ, মায়ানমার সীমান্ত পেরিয়ে জঙ্গিরাও হামলায় যোগ দিয়েছিল। এর পর থেকেই বিষ্ণুপুর এবং চূড়াচাঁদপুরের বিভিন্ন এলাকা থেকে হিংসার খবর আসতে শুরু করে। চূড়াচাঁদপুর এবং বিষ্ণুপুর সীমানায় কেন্দ্রীয় বাহিনীর টহলদারি চালিয়েও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেনি। তবে বেশ কিছু আগ্নেয়ান্ত্র এবং বিস্ফোরক উদ্ধার হয়েছে। র্ষে নতুন করে উত্তপ্ত মণিপুর, বিষ্ণুপুরে দু’পক্ষের মধ্যে চলল গুলির লড়াই test দিল্লির জি২০ শীর্ষ বৈঠকে গরহাজির থাকতে পারেন চিনের প্রেসিডেন্ট জিনপিং, কোন নেতাকে পাঠাচ্ছেন? বৃহস্পতিবার চূড়াচাঁদপুর জেলার চিংফেই এবং খৌসাবুং থেকে গুলির লড়াইয়ের খবর আসে। ওই দুই এলাকায় থেকে প্রাণভয়ে বেশ কিছু গ্রামবাসী পালিয়ে গিয়েছেন বলেও অভিযোগ মিলেছে। এই পরিস্থিতিতে মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহ বলেন, ‘‘পরিস্থিতি সঙ্কটজনক। আমরা সব সম্প্রদায়ের কাছে শান্তির আবেদন জানাচ্ছি।’’ হিংসা নিয়ন্ত্রণের জন্য রাজ্য পুলিশের তরফে বিশেষ ‘কন্ট্রোল রুম’ খোলা হয়েছে বলে জানান তিনি। পুলিশ সূত্রের খবর, নিহতদের মধ্যে রয়েছে জনপ্রিয় জনজাতি গীতিকার এলএস মাংবোই।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply