ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণে আসবে না : ইসি সচিব
ইসি সচিব মো. জাহাংগীর আলম। ছবি :
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করতে ইউরোপীয় ইউনিয়নের পূর্ণাঙ্গ টিম আসবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম। আজ বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনের নিজ কার্যালয়ে সাংবাদিকদের এই তথ্য জানান ইসি সচিব।
ইসি সচিব মো. জাহাংগীর আলম বলেন, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) মেইলে ইউরোপীয় ইউনিয়ন থেকে চিঠি পেয়েছেন। সেই মেইলে ইউরোপীয় ইউনিয়ন জানিয়েছে, তারা গত জুলাই মাসের ৬ থেকে ২২ তারিখ পর্যন্ত বাংলাদেশের স্টেক হোল্ডারদের সঙ্গে সভা করেছেন। সেই জন্য তারা ধন্যবাদ জ্ঞাপন করেছেন।
মো. জাহাংগীর আলম বলেন, উনারা বলেছেন, একটি পূর্ণাঙ্গ টিম পাঠানোর বিষয়টি আর্থিক। ২০২৩-২০২৪ অর্থবছরে যে বরাদ্দ, সেটা না থাকার কারণে তারা পর্যবেক্ষক পাঠাবে না। তবে, তারা পরবর্তীতে যোগাযোগ অব্যাহত রাখবেন বলেও চিঠিতে জানিয়েছে।
মো. জাহাংগীর আলম বলেন, তারা আমাদের দেশে এসেছিলেন, আমাদের দেশের অনেকের সঙ্গে কথা বলেছেন। আমাদের দেশে যারা আছেন তাদের দিয়ে পর্যবেক্ষণ করবেন কি না, তা তারা কিছু বলেননি।
নির্বাচন নিয়ে কোনো শঙ্কার কথা আছে কি না জানতে চাইলে ইসি সচিব বলেন, এ চিঠির ভাষায় এ জাতীয় কিছুর উল্লেখ নেই। শুধু তারা অবহিত করেছেন, যে তারা পূর্ণাঙ্গ টিম পাঠাবে না।
Tag: English News lid news national
No comments: